মাঠে পড়ে গড়াগড়ি খাচ্ছে খুলি!
প্রাথমিকভাবে অনুমান, খুলিটি কোনও মানুষের মাথার খুলি।
নিজস্ব প্রতিবেদন : ফাঁকা মাঠের মধ্যে পড়ে খুলি আর রক্তমাখা গামছা। এঘটনাকে ঘিরে এদিন চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার ধলডাঙায়।
আরও পড়ুন, বাতিল ৩৭৭, 'সুপ্রিম' রায়ে ভারতে সমকামিতা আর 'খাঁচায় বন্দি পাখি' নয়
ধলডাঙা মোড়ে বাঁকুড়া বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বড়সড় ঝোপ রয়েছে। এদিন স্থানীয় বাসিন্দারা হঠাত্ই সেই ঝোপের মধ্যে সন্দেহভাজন কিছু পড়ে থাকতে দেখেন। কিছুটা আগে যেতেই তাঁরা আঁতকে ওঠেন। দেখেন, ঝোপঝাড়ের আড়ালে মাঠের মধ্যে পড়ে রয়েছে একটি খুলি ও রক্তমাখা গামছা।
আরও পড়ুন, কেমন আছে চেতলা-লোহা ব্রিজ? সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী
সঙ্গে সঙ্গেই বাঁকুড়া সদর থানায় খবর দেন স্থানীয়রা। পুলিস এসে খুলি ও রক্তমাখা গামছা উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া থানার পুলিস। প্রাথমিকভাবে অনুমান, খুলিটি কোনও মানুষের মাথার খুলি। কিন্তু, খুলিটি ওই স্থানে কীভাবে এল তা নিয়ে প্রশ্ন উঠছে। এরসঙ্গে তন্ত্রসাধনার কোনও যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।