"বিজেপিতে আসতে চাইলে সৌরভকে স্বাগত" সাফ জানালেন দিলীপ ঘোষ
"সৌরভ আসতে চাইলে আমরা গ্ৰহণ করব। আমরা চাই যাঁরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, এই সব মানুষ রাজনীতিতে আসুন।"
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে এবার বাংলার মহারাজ! BCCI-এর নতুন সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। রবিবার রাতেই ছড়িয়ে পড়েছে এই খবর। ক্রিকেটের নন্দন কানন থেকে এবার প্রিন্স অফ ক্যালকাটার পরবর্তী ডেস্টিনেশন আরবসাগরের তীর। সেখানেই শুরু হবে তাঁর পরের ইনিংস। স্বাভাবিকভাবেই এসে চলেছে একের পর এক শুভেচ্ছা বার্তা।
সোমবার সকালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। এদিন তিনি বলেন, "আজ বাঙালির আনন্দের দিন, সৌরভ দেশের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব নিচ্ছে, আমার এবং দলের পক্ষে থেকে অভিনন্দন। সবার জন্য দলের দরজা খোলা। সৌরভ আসতে চাইলে আমরা গ্ৰহণ করব। আমরা চাই যাঁরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, এই সব মানুষ রাজনীতিতে আসুন।"
আরও পড়ুন: 'আমরা উচ্ছ্বসিত', অর্থনীতিতে নোবেল জয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
আর এই মন্তব্যই ফের উসকে দিয়েছে জল্পনা। লোকসভা ভোটের আগে থেকেই একের পর এক হেভি ওয়েটকে দলে টেনেছে পদ্মবাহিনী। তবে কি ২০২১-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই ফের এই মন্তব্য? বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন।