বাঁকুড়ায় জলাধার ভেঙে পড়ার জের, এবার রাজ্যের সব জলাধারের স্বাস্থ্য পরীক্ষা করবে রাজ্য সরকার

জানা গিয়েছে,ব্রিজের পর এবার রাজ্যের সব জলাধারের স্বাস্থ্য পরীক্ষা করবে রাজ্য সরকার।

Updated By: Feb 11, 2020, 04:05 PM IST
বাঁকুড়ায় জলাধার ভেঙে পড়ার জের, এবার রাজ্যের সব জলাধারের স্বাস্থ্য পরীক্ষা করবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন: ব্রিজের পর এবার রাজ্যের সব জলাধারের স্বাস্থ্য পরীক্ষা করবে রাজ্য সরকার। সূত্রের খবর, ব্রিজের পর এবার রাজ্যের সব জলাধারের স্বাস্থ্য পরীক্ষা করবে রাজ্য সরকার। ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে ৭০০ কিউবিক মিটার জলধারণ ক্ষমতাসম্পন্ন এই জলাধারটি ৩ বছর আগে নির্মাণ করা হলেও গত ২২ জানুয়ারি আচমকাই তা ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আর সেই স্মৃতির জেরেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: সম্পত্তি হাতাতে লোহার রড দিয়ে দাদুর মাথা ফাটিয়ে ঝুলিয়ে দিল নাতি, শিয়রে আরও ২ খুনের অভিযোগ

পাশাপাশি, সমীক্ষা বলছে ৭ জেলায় ৮৩টি ব্লক আর্সেনিক আক্রান্ত। ৯৪ শতাংশ এলাকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী সোমেন মহাপাত্র বলেন '২০২২-এর মধ্যে আর্সেনিক মুক্ত জল দেব।' এরপর ফের কেন্দ্রের ওপরেই দায় বর্তে তিনি বলেন, ৭৫-২৫ শতাংশ হারে টাকা দেওয়ার কথা থাকলেও ৫০-৫০ হারে টাকা দিচ্ছে কেন্দ্র। তিনি জানিয়েছেন, জাইকার থেকে ঋণ নিয়ে কাজ করা হচ্ছে, ২০২৪ এর মধ্যে শহরের জলের লাইনের মতোই সমস্ত বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে। 

.