করোনা আবহে উপহার! জুনিয়র চিকিৎসকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের

যাঁরা করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধা, বিশেষ করে যাঁরা বিভিন্ন হাসপাতালে কর্মরত সেইসব জুনিয়র চিকিৎসকদের সম্মান জানানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটি বড় পদক্ষেপ নিয়েছেন। 

Reported By: সুতপা সেন | Updated By: Jun 8, 2020, 08:41 PM IST
করোনা আবহে উপহার! জুনিয়র চিকিৎসকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের জুনিয়র চিকিৎসকদের জন্য সুখবর। স্টাইপেন বাড়ানো হচ্ছে ইন্টার্নদের। সোমবার এমনইটাই ঘোষণা করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ দিন তিনি বলেন, "বিরাট একটা অর্থনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে চলছি আমরা। যাঁরা কোভিড যুদ্ধে প্রথম সারির যোদ্ধা, বিশেষ করে যাঁরা বিভিন্ন হাসপাতালে কর্মরত তাদেরকে সম্মান জানানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটি বড় পদক্ষেপ নিয়েছেন। চন্দ্রিমা আরও জানিয়েছেন, প্রায় ১০,০০০ জুনিয়র ডাক্তার এতে উপকৃত হবেন। 

একনজরে দেখে নেওয়া যাক কী স্টাইপেনে কী পরিবর্তন হল

ইন্টার্নদের ভাতা ছিল ২৩,৬২৫, বেড়ে হল ২৮,০৫০

হাউস স্টাফ দের ভাতা ছিল ৩৮,৩৯১, বেড়ে হল ৪৩,৭৫৮

পোষ্ট গ্রাজুয়েট ট্রেনিদের (১ম বর্ষ) ভাতা ছিল ৩৮,৩৯১, বেড়ে হল ৪৩,৭৫৮

পোষ্ট গ্রাজুয়েট ট্রেনিদের (২য় বর্ষ) ভাতা ছিল ৪১,৩৪৪, বেড়ে হল ৪৭,১২৪

পোষ্ট গ্রাজুয়েট ট্রেনিদের (৩য় বর্ষ) ভাতা ছিল ৪৪,২৯৭, বেড়ে হল ৫০,৪৯০

পোষ্ট ডক্টর ট্রেনিদের (১ম বর্ষ) ভাতা ছিল ৪৭,২৫০, বেড়ে হল ৫৩,৮৫৬

পোষ্ট ডক্টর ট্রেনিদের (২য় বর্ষ) ভাতা ছিল ৫০,২০৪, বেড়ে হল ৫৭,২২২

পোষ্ট ডক্টর ট্রেনি (৩য় বর্ষ) ভাতা ছিল ৫৩,৭৫১, বেড়ে হল ৬০,৫৮৮

জুনিয়র ডাক্তারদের বর্ধিত ভাতা ১ জানুয়ারি ২০২০ থেকে কার্যকর করা হবে বলেই জানানো হয়েছে।

.