সৎ বাবার ধর্ষণে গর্ভবতী নাবালিকা, জন্ম দিল কন্যাসন্তানের

স্ত্রী কাজে বেরিয়ে যাওয়ার পর ফাঁকা বাড়িতে তাঁর নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করেছে অভিযুক্ত রাজেশ শেখ।

Updated By: Nov 13, 2019, 02:02 PM IST
সৎ বাবার ধর্ষণে গর্ভবতী নাবালিকা, জন্ম দিল কন্যাসন্তানের

নিজস্ব প্রতিবেদন : নাবালিকা সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়ে ওই নাবালিকা। শেষে এক কন্যা সন্তানেরও জন্ম দেয়। তাতেই সামনে আসে গোটা ঘটনা। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিস। ধৃতের নাম রাজেশ শেখ ওরফে চাঁদ মহম্মদ।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের সালারের বাসিন্দা রাজেশ সেখ ওরফে চাঁদ মহম্মদ। সালারে তার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান রয়েছে। হুগলিতে উত্তরপাড়ায় ইটভাটায় কাজ করত রাজেশ। সেখানে আবার দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর কোতরং ধর্মতলা লেনে থাকতে শুরু করে রাজেশ।

দ্বিতীয় পক্ষের স্ত্রী পরিচারিকার কাজ করেন। অভিযোগ, স্ত্রী কাজে বেরিয়ে যাওয়ার পর ফাঁকা বাড়িতে তাঁর নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করেছে অভিযুক্ত রাজেশ শেখ। ভয় দেখিয়ে দিনের পর দিন ধরে চলত নির্যাতন। অভিযোগ, সৎ বাবার অত্যাচারে গর্ভবতী হয়ে পড়ে মেয়ে।

আরও পড়ুন, ২০ টাকায় ফুলচার্জ! বুলবুল বিধ্বস্ত হিঙ্গলগঞ্জে জেনারেটর বসিয়ে চলছে মোবাইল চার্জের ব্যবসা

এরপর গত ৯ নভেম্বর উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ওই নাবালিকাকে। সেখানেই এক কন্যা সন্তানের জন্ম দেয় সে। আর তাতেই সামনে আসে সৎ বাবার কীর্তি। এরপরই মুশিদাবাদ পালিয়ে যায় চাঁদ মহম্মদ। এই ঘটনায় উত্তরপাড়া থানায় অভিযোগ জানান নির্যাতিতার মা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাজেশ শেখকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিস। আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হয়।

.