বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির জেরে আহত বাইক আরোহী

অ্যাম্বাসডরের চালকের দাবি, তিনি ঢালাই কারখানা থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন।

Updated By: Nov 13, 2019, 08:55 AM IST
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির জেরে আহত বাইক আরোহী

নিজস্ব প্রতিবেদন: ফের বেপরোয়া গতির কবলে এক বাইক আরোহী। দুর্ঘটনায় আহত হয়েছেন এক যুবক। আজ সকাল সাড়ে ছ'টা নাগাদ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ঢালাই কারখানার কাছে একটি বাইকের সঙ্গে অ্যাম্বাসডরের ধাক্কা লাগলে আহত হন ওই যুবক।

যদিও অ্যাম্বাসডরের চালকের দাবি, তিনি ঢালাই কারখানা থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। সেই সময় বেপরোয়া গতিতে বাইকটি তাঁর গাড়িতে ধাক্কা মেরে ডিভাইডারের ওপরে উঠে যায়। দুর্ঘটনার পরেই পুলিস এসে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গিয়েছে বছর পঁচিশের আহত ওই বাইক আরোহীকে। পুলিস বাইকটিকেও থানায় নিয়ে যায়।

আরও পড়ুুন- নামবে তাপমাত্রা, আগামী তিন দিন মিলতে পারে শীতের আমেজ

প্রসঙ্গত, মঙ্গলবার ভোরেই ইকোপার্কের সামনে বেপরোয়া গতির বলি হয় তিন যুবক। মঙ্গলবার ভোরে নিউ টাউনের নারকেল বাগান মোড় থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে একটি হন্ডা সিটি গাড়ি। প্রবল গতিবেগে ইকোপার্কের কাছে বাঁক নিতে গিয়ে মেট্রোর পিলারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি।

.