ফেসবুকে পাতা ভুয়ো বিজ্ঞাপনের ফাঁদ, খপ্পরে পড়ে অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

ভুয়ো বিজ্ঞাপনে লেখা ছিল, যাদের আয়কর রিটার্ন নেই এবং যারা কর্মরত নন, তাঁরাও আবেদন করলে লোন পাবেন ৷

Updated By: Jan 10, 2019, 10:18 AM IST
ফেসবুকে পাতা ভুয়ো বিজ্ঞাপনের ফাঁদ, খপ্পরে পড়ে অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

নিজস্ব প্রতিবেদন : ফেসবুকে ভুয়ো বিজ্ঞাপন দেখে লোনের আবেদন করে প্রতারণার শিকার হলেন এক ছাত্র ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।

ফেসবুকের ভুয়ো বিজ্ঞাপনে লেখা ছিল, যাদের আয়কর রিটার্ন নেই এবং যারা কর্মরত নন, তাঁরাও আবেদন করলে লোন পাবেন ৷ সোনারপুরের মালিরবাগানের বাসিন্দা অর্পণ দেবনাথ নামে ওই ছাত্র জানিয়েছেন, তাঁর কিছু টাকার প্রয়োজন ছিল। তাই মেসেঞ্জারের মাধ্যমে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি৷ তাঁকে লোন করিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয় ৷ তাঁকে ২ লাখ ৭৫ হাজার টাকার লোন দেওয়া হবে বলে জানানো হয় ৷ এইজন্য তাঁর কাছ থেকে ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ডের জেরক্স  চাওয়া হয়। সঙ্গে একটি ব্ল্যাঙ্ক চেকও চেয়ে নেয় ওই সংস্থা৷

আরও পড়ুন, গৃহশিক্ষকের সঙ্গে প্রেম দশম শ্রেণির ছাত্রীর, প্রেমিক বাড়িতে এসে জানাল 'বিপদ ঘটে গেছে'!

প্রতারিত ছাত্রের অভিযোগ, শুভজিত দাস নামে এক ব্যক্তি সব ডকুমেন্ট তার থেকে সংগ্রহ করেন ৷ কিন্তু পরদিনই তাঁকে বলা হয়, তার কাছ থেকে নেওয়া চেকটি হারিয়ে গিয়েছে ৷ ফের তাঁর কাছ থেকে আরও একটি চেক নেওয়া হয় ৷ শুধু তাই নয় তাঁকে ব্যাঙ্কেও নিয়ে যাওয়া হয় ৷ ভেরিফিকেশনের জন্য তাঁকে হাজরাতেও ডাকা হয়৷ সেই সময়ই তাঁর মোবাইলে একটি মেসেজ আসে৷ তাতেই তিনি দেখতে পান, তাঁর অ্যাকাউন্ট থেকে ৩৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

আরও পড়ুন, স্বামী মদ্যপ, 'পরকীয়া' স্ত্রীর! তারপর ঘর ছাড়লেন ২ মেয়েকে নিয়ে

অ্যাকাউন্ট চেক করতে গিয়ে অর্পণ দেবনাথ জানতে পারেন, মানসকুমার দত্ত নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে ৷ সঙ্গে সঙ্গেই এই ঘটনায় সোনারপুর থানায় যোগাযোগ করেন তিনি। ঘটনার তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিস৷

.