close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

তোলপাড় পুরুলিয়ায় নিতুরিয়া, ২ ছাত্রকে লক্ষ্য করে গুলি বাইকআরোহী দুষ্কৃতীদের

ঠিক কী কারণে ওই দুই ছাত্রকে গুলি করা হয়েছে তা এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত কথা বলার মতো অবস্থায় নেই তারা

Updated: Sep 17, 2019, 08:10 AM IST
তোলপাড় পুরুলিয়ায় নিতুরিয়া, ২ ছাত্রকে লক্ষ্য করে গুলি বাইকআরোহী দুষ্কৃতীদের

নিজস্ব প্রতিবেদন: গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়াল পুরুলিয়ার নিতুরিয়ায়। গুলিতে আহত হয়েছে ২ ছাত্র। দুজনেরই বয়স পনোরোর কাছাকাছি।

আরও পড়ুন-র্থনীতির বিকাশ যতটা হওয়ার কথা ছিল তার চেয়েও খারাপ হয়েছে, জানালেন আরবিআই-এর গভর্নর

নিতুরিয়া থানার পারবেলিয়ার ওই দুই কিশোর সোমবার বিকেলে বসেছিল দামোদরের পাড়ে। সেইসময় একটি বাইরে চেপে দুজন এসে তাদের গুলি করে পালিয়ে যায়। গুলি গিয়ে লাগে দুজনেরই পেটে। গুলিবিদ্ধ ওই দুজনের মধ্যে একজনের নাম পারভেজ আনসারি ও অন্যজনের নাম মুকেশ হাড়ি।

গুলি চালনার ঘটনায় তোলপাড় শুরু হয়ে যায় এলাকায়। আহত দুই কিশোরকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানে অবস্থায় অবণতি হওয়ায় তাদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে।

আরও পড়ুন-মোদীর জন্মদিনের প্রাক্কালে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে গেলেন যশোদাবেন

ঠিক কী কারণে ওই দুই ছাত্রকে গুলি করা হয়েছে তা এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত কথা বলার মতো অবস্থায় নেই তারা। ঘটনার তদন্ত করছে পুলিস।