সহপাঠীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবিতে ডেন্টাল কলেজে বিক্ষোভ

তিন শিক্ষকের দুর্ব্যবহার ও মানসিক নির্যাতনে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়েন বলে  অভিযোগ পড়ুয়াদের। 

Updated By: Feb 15, 2019, 02:29 PM IST
সহপাঠীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবিতে ডেন্টাল কলেজে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন:  সহপাঠীর মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ বর্ধমানে ডেন্টাল কলেজে।

ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে পরীক্ষা চলাকালীন তিন শিক্ষকের কাছে চতুর্থ বর্ষের ছাত্রী স্বাতী সিং অপমানিত হন বলে অভিযোগ। তারপর আচমকাই অসুস্থ হয়ে পড়েন হুগলির রিষড়ার বাসিন্দা স্বাতী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।  ৬ ফেব্রুয়ারি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: বিধায়ক খুনের পর দিন প্রকাশ্য দিবালোকে শহরের বুকে চলল গুলি

তিন শিক্ষকের দুর্ব্যবহার ও মানসিক নির্যাতনে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়েন বলে  অভিযোগ পড়ুয়াদের। প্রতিবাদে ডেন্টাল কলেজে পোস্টার ও অধ্যক্ষকে স্মারকলিপিও দেন পড়ুয়ারা।  ১১ ফেব্রুয়ারি বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন স্বাতীর সহপাঠীরা।   বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ জীবন মিশ্রের কাছে তাঁরা স্বাতী সিংয়ের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানাতে যান।  

আরও পড়ুন: বেআইনি সম্পত্তি রয়েছে তৃণমূলের ২৫ মন্ত্রী-বিধায়কের, আয়কর দফতরে অভিযোগ সুজনের

অভিযোগ, অধ্যক্ষের সঙ্গে এই নিয়ে আলোচনা করতে গেলে তিনি আগে থানায় অভিযোগ প্রত্যাহার করতে বলেন।  ক্ষুদ্ধ পড়ুয়ারা প্রতিবাদে কলেজের গেটের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও এবিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

.