সারদাকাণ্ডে হাজিরার নির্দেশ, সাতসকালেই ইডির দফতরে শুভাপ্রসন্ন

সেই মতো এ দিন সকালেই ইডির দফতরে পৌঁছে যান শুভাপ্রসন্ন।

Updated By: Mar 15, 2021, 11:38 AM IST
সারদাকাণ্ডে হাজিরার নির্দেশ, সাতসকালেই ইডির দফতরে শুভাপ্রসন্ন

নিজস্ব প্রতিবেদন: সারদাকাণ্ডে চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে ফের নোটিস দিয়ে আজ হাজিরার নির্দেশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিইরেক্টরেট। সেই মতো এ দিন সকালেই ইডির দফতরে পৌঁছে যান শুভাপ্রসন্ন। ওই একই মামলায় নোটিস দেওয়া হয়েছে তৃণমূল নেতা সমীর চক্রবর্তীকে। গত ১২ মার্চ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। এর আগে এই একই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ফুটবাল কর্তা দেবব্রত সরকারকেও।

বেশকিছু দিন পরে ফের সারদা মামলায় তত্পরাতা শুরু করেছে কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থা।  ইডি সূত্রে খবর, সারদা মামলার তদন্ত প্রায় শেষপর্যায়ে। সারদা মামলায় যে টাকা লেনদেন হয়েছিল তা খতিয়ে দেখার জন্য ফের ওই দুজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়ে পড়েছে।

আরও পড়ুন:  ফলকনুমা এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, ব্যহত ট্রেন চলাচল

উল্লেখ্য, সারদা মামলায় সম্প্রতি ২ বার জেরা করা হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষকেও। গত লেকাসভা নির্বাচনের সময়ে একবার শুভাপ্রসন্নকে সারদা মামলায় জেরা করেছিল সিবিআই। এবার ইডি। 

.