Soumitra and Sujata Khan Divorce: সঙ্গ ছেড়েছিলেন আগেই, এবার পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে সুজাতা-সৌমিত্র
লোকসভা নির্বাচন পার হতেই দুজনের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। সৌমিত্রকে ছেড়ে পৃথক থাকতে শুরু করেন সুজাতা। শেষপর্যন্ত গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে আরামবাগে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস
মৃত্যুঞ্জয় দাস: দু'বছর আগেই সঙ্গ ছেড়েছিলেন। এবার বিবাহ বিচ্ছেদ করতে আদালতের দ্বারস্থ হলেন সুজাতা খাঁ। ২০২০ সালের ২১ ডিসেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। তার পর থেকে দুজনে আলাদাই থাকছিলেন। এবার স্বামীর সঙ্গে মিউচুয়াল ডিভোর্সের জন্য বাঁকুড়া জেলা আদালতে আবেদন করলেন সুজাতা।
আরও পড়ুন-মাটি ফুঁড়ে বেরচ্ছে ডিজেল! বালতি-হাঁড়ি নিয়ে অবাধে তেল লুঠ
গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র খাঁ। তবে শিবির বদল করলেও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ফের বিষ্ণুপুরেই সৌমিত্রকে প্রার্থী করে বিজেপি। কিন্তু আদালতের নির্দেশে সেইসময় লোকসভা নির্বাচনের প্রচারে নিজের কেন্দ্রে যেতে পারেননি। সেই সময় তাঁর হয়ে প্রচারের সব রণকৌশল ঠিক করেন সুজাতা। প্রচারের পুরো দায়িত্বটাই তুলে নেন নিজের হাতে। সুজাতার কাঁধে ভর করেই লোকসভা নির্বাচনে বৈতরণী পার করেন সৌমিত্র।
এদিকে, লোকসভা নির্বাচন পার হতেই দুজনের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। সৌমিত্রকে ছেড়ে পৃথক থাকতে শুরু করেন সুজাতা। শেষপর্যন্ত গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে আরামবাগে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। তার পরেই দুজনের সম্পর্কে গড়ায় আদালত পর্যন্ত। শুরু হয় কনটেস্টেড ডিভোর্সের মামলা।
এবার দুজনের মধ্যেকার টানাপোড়েনে ইতি টানতে মিউচুয়াল ডিভোর্সের পথেই হাঁটালেন সুজাতা। মঙ্গলবার আইনজীবীর মাধ্যমে বাঁকুড়া জেলা আদালতে মিউচুয়াল ডিভোর্সের আবেদন জানালেন। এনিয়ে সুজাতা বলেন, ডিভোর্স আগেই হয়ে গিয়েছে। শুধু তাতে সিলমোহর দিতে বাকী। সৌমিত্র কাঁও তাঁর আইনজীবীর মাধ্যমে মিউচুয়াল বিচ্ছেদের আবেদন করেছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। সৌমিত্র কাঁ অবশ্য এনিয়ে মুখ খোলেননি।