নিজস্ব প্রতিবেদন: আরও এক তৃণমূল কংগ্রেস বিধায়ক যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে। সোমবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


তাঁর সঙ্গে বিজেপিতে যোগদান করলেন ১২ জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। তাঁরা সকলেই উত্তর ২৪ পরগনার গারুলিয়া পুরসভার কাউন্সিলর। ফলে ওই পুরসভাও এবার বিজেপির হাতে আসতে চলেছে বলে খবর।


আরও পড়ুন: বিজেপিতে যোগদানের পথে তৃণমূল বিধায়ক সুনীল সিং


উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রথম ভাঙে অর্জুন সিংয়ের হাত ধরে। ভাটপাড়ার তত্কালীন তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিং লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগদান করেন।


লোকসভা নির্বাচনে জিতে অর্জুন এখন ব্যারাকপুরের সাংসদ। লোকসভা নির্বাচনের সময় থেকেই ব্যারাকপুর অঞ্চলে তৃণমূলে ভাঙন ঘিরে একাধিক জল্পনা চলেছে। ভোট মিটতেই ওই অঞ্চলে তৃণমূলে বড়সড় ভাঙন হয়।


আরও পড়ুন: বিজেপির কার্যকরী সভাপতি হলেন জেপি নাড্ডা


বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভ্রাংশু রায়-সহ ওই অঞ্চলের একাধিক পুরসভার কাউন্সিলররা বিজেপিতে যোগদান করেন। ফলে কাঁচরাপাড়া, ভাটপাড়া-সহ বেশ কয়েকটি পুরসভা হাতছাড়া হয় তৃণমূল কংগ্রেসের।


সেদিনই সুনীল সিংয়ের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কারণ, সুনীল অর্জুনের শ্যালক। যদিও সেদিন বিজেপিতে যোগ দিতে দেখা যায়নি সুনীলকে। ইতিমধ্যে দলের বৈঠকে হাজির হতে দেখা গিয়েছে তাঁকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেও তাঁকে দেখা গিয়েছে।


আরও পড়ুন: সংসদে শুরু সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন, শপথ নিলেন মোদী-শাহ


কিন্তু রবিবার থেকে তিনি হয়ে গেলেন বিজেপির সদস্য। এদিন তাঁর যোগদানের সময় মঞ্চে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, দলের নেতা মুকুল রায়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়-সহ একাধিক নেতা।


এদিকে আরও একজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন বলে খবর। সূত্র মারফত জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক বিশ্বজিত্ দাস মঙ্গলবারই বিজেপিতে যোগদান করতে পারেন।