close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

বিজেপিতে যোগদানের পথে তৃণমূল বিধায়ক সুনীল সিং

কমলিকা সেনগুপ্ত

Updated: Jun 16, 2019, 10:57 PM IST
বিজেপিতে যোগদানের পথে তৃণমূল বিধায়ক সুনীল সিং

কমলিকা সেনগুপ্ত

ফের ভাঙন তৃণমূল কংগ্রেসে। এবার তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন আরও এক বিধায়ক। তিনি সুনীল সিং। শিগগিরই তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন। অন্তত এমনই খবর পাওয়া গিয়েছে।

সুনীল সিং নোয়াপাড়ার বিধায়ক। তিনি ইতিমধ্যেই নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, তাঁর সঙ্গে গারুলিয়া পুরসভার ১২-১৩ জন সাংসদ রয়েছেন। তাঁরাও সুনীল সিংয়ের সঙ্গে বিজেপিতে যোগদান করবেন।

আরও পড়ুন: দুষ্কৃতি হানা! গড়িয়া স্টেশনের কাছে ভেঙে গুড়িয়ে দেওয়া হল ৩২টি বাস

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রথম ভাঙে অর্জুন সিংয়ের হাত ধরে। ভাটপাড়ার তত্কালীন তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিং লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগদান করেন।

লোকসভা নির্বাচনে জিতে অর্জুন এখন ব্যারাকপুরের সাংসদ। লোকসভা নির্বাচনের সময় থেকেই ব্যারাকপুর অঞ্চলে তৃণমূলে ভাঙন ঘিরে একাধিক জল্পনা চলেছে। ভোট মিটতেই ওই অঞ্চলে তৃণমূলে বড়সড় ভাঙন হয়।

আরও পড়ুন: বিজেপি-তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার কল্যানী

বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভ্রাংশু রায়-সহ ওই অঞ্চলের একাধিক পুরসভার কাউন্সিলররা বিজেপিতে যোগদান করেন। ফলে কাঁচরাপাড়া, ভাটপাড়া-সহ বেশ কয়েকটি পুরসভা হাতছাড়া হয় তৃণমূল কংগ্রেসের।

সেদিনই সুনীল সিংয়ের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কারণ, সুনীল অর্জুনের শ্যালক। যদিও সেদিন বিজেপিতে যোগ দিতে দেখা যায়নি সুনীলকে। ইতিমধ্যে দলের বৈঠকে হাজির হতে দেখা গিয়েছে তাঁকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেও তাঁকে দেখা গিয়েছে।

আরও পড়ুন: সরকারি গাড়ি চেপে এসেও শেষরক্ষা হল না, লুকিয়ে বিয়ে করতে এসে গণ পিটুনিতে মাথা ফাটল হবু বরের

তবে সূত্রের খবর, সব জল্পনার অবসান ঘটিয়ে শিগগিরই বিজেপিতে যোগদান করতে চলেছেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং। একই সঙ্গে গারুলিয়া পুরসভাও হাতছাড়া হতে চলেছে তৃণমূলের।