মোদী মেলায় যোগ দিতে হাওড়ায় রেলমন্ত্রী সুরেশ প্রভূ

মোদী মেলা ও দলের ডাকে বিস্তারক যোজনায় অংশ নিতে হাওড়া ঘুরে গেলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। মধ্যাহ্নভোজ সারলেন হাওড়ার গুলমোহরের পরিত্যক্ত রেল কোয়ার্টারে এক রেলকর্মীর বাড়িতে। বির্টিশ আমলে তৈরি ওই কোয়ার্টার বহুদিন ধরেই পরিত্যক্ত ঘোষণা করেছে রেল।

Updated By: Jun 10, 2017, 11:01 PM IST
মোদী মেলায় যোগ দিতে হাওড়ায় রেলমন্ত্রী সুরেশ প্রভূ

ওয়েব ডেস্ক : মোদী মেলা ও দলের ডাকে বিস্তারক যোজনায় অংশ নিতে হাওড়া ঘুরে গেলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। মধ্যাহ্নভোজ সারলেন হাওড়ার গুলমোহরের পরিত্যক্ত রেল কোয়ার্টারে এক রেলকর্মীর বাড়িতে। বির্টিশ আমলে তৈরি ওই কোয়ার্টার বহুদিন ধরেই পরিত্যক্ত ঘোষণা করেছে রেল।

আরও পড়ুন- মোর্চাকে আরও কোণঠাসা করতে তৈরি মমতা বন্দ্যোপাধ্যায়

তবু এখনও পর্যন্ত সেখানে রেল কর্মীদের পরিবারের প্রায় হাজার খানেক মানুষ থাকেন। আগাছা, আবর্জনা ঘেরা সেই রেল কোয়ার্টারের সামনেই একটি প্যান্ডেল করে মধ্যাহ্ন ভোজ সারেন প্রভু। কোয়ার্টারে এসেও বাসিন্দাদের সঙ্গে কথা না বলায় ক্ষোভ তৈরি হয় সেখানকার রেলকর্মীদের মধ্যে।

.