নিজস্ব প্রতিবেদন:  ২ বছর পর ফের মেদিনীপুরের বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে (Vidyasagar Central Co-operative bank ) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ব্যাঙ্কের সাধারণ সভায় যোগ দিলেন তিনি। দাবি করলেন, 'আমি এখনও ব্যাঙ্কের পরিচালক। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। সমবায়টা জানে না,  রাজ্যের সমবায় ব্যবস্থাকে ধ্বংস করেছে'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশের বিধানসভা ভোটের আগে দলবদল। মন্ত্রিত্ব-সহ সমস্ত সরকারি পদ ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। ২০১৪ সাল থেকে মেদিনীপুরের বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। মাস তিনেক আগে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বোর্ডের ৬ সদস্য। কেন? তাঁদের অভিযোগ, দলবদলের পর আর ব্যাঙ্কের আসছেন না নন্দীগ্রামের বিধায়ক। ফলে ব্যাঙ্ক পরিচালনার কাজে সমস্যা হচ্ছে। শেষপর্যন্ত বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে বোর্ডে  সর্বসম্মতিক্রমে সেই অনাস্থা প্রস্তাব পাসও হয়েছে। চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে।


 



আরও পড়ুন:  Serampore: স্কুল খোলার পরই করোনা আক্রান্ত ৪ শিক্ষিকা, উপসর্গ আরও কয়েকজনের শরীরে


ঘড়িতে তখন সাড়ে বারোটা। বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে তখন সাধারণ সভা চলছিল। এদিন দুপুরে আচমকাই ব্যাঙ্কে হাজির হন শুভেন্দু অধিকারী। এমনকী, সাধারণ সভায়ও যোগ দেন তিনি। বেরোনোর সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন রাজ্যের বিরোধী দলনেতা। হুঁশিয়ারি দিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন, শুভেন্দু অধিকারীকে এখান থেকে সরিয়ে দেবেন। শুভেন্দু অধিকারীর ব্যাঙ্কের পরিচালক। পরিচালক মানে নিয়ন্ত্রক। শুভেন্দু অধিকারীকে সরানো যায় না'।


আরও পড়ুন: Shantiniketan: যুবকের জিভ 'কেটে নিলেন' ২ মহিলা, কারণ জানলে চমকে উঠবেন!


কী বলছে বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ? ব্যাঙ্কের বর্তমান চেয়ারম্যান প্রদীপ পাত্রের দাবি, 'জরুরিভিত্তিতে ৩ দিনে নোটিশে বৈঠক ডাকা হয়েছিল। শুভেন্দু অধিকারীকেও নোটিশ পাঠানো হয়েছিল। এর আগে ৫ বার ডাকা সত্ত্বেও বৈঠকে যোগ দেননি তিনি। এদিন আচমকাই বৈঠকে হাজির হন তিনি। সরকার বিরোধী বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী সম্পর্কেও অসংসদীয় কথাবার্তা বলেছেন। এ ধরনের মন্তব্য করলে লোকে তাকে বোকা কালিদাস বলবে'।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App