শুভেন্দুকে খুনের চক্রান্ত হচ্ছে, নিরাপত্তা চেয়ে রাজ্যপালের কাছে যাচ্ছে দাদার অনুগামীরা!

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে আজ তাঁর অনুগামীরা এক কোর কমিটির বৈঠকে বসছেন। সেখানেই ঠিক হবে কবে রাজ্যপালের সময় চাওয়া হবে

Updated By: Dec 8, 2020, 04:19 PM IST
শুভেন্দুকে খুনের চক্রান্ত হচ্ছে, নিরাপত্তা চেয়ে রাজ্যপালের কাছে যাচ্ছে দাদার অনুগামীরা!

নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারীর তৃণমূলে থাকা না থাকার বিষয়টি এখনও ফয়সলা হয়নি। সমঝোতার লক্ষ্যে দলের সঙ্গে আলোচনা ব্যর্থ। এর মধ্যেই গুরুতর অভিযোগ তুললেন শুভেন্দু ঘনিষ্ঠ ও পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সম্পাদক কনিষ্ক পণ্ডা।

আরও পড়ুন-বিজেপির পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা চন্দ্রকোণায়

মঙ্গলবার কাঁথিতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে কনিষ্ক পণ্ডা বলেন, শুভেন্দু অধিকারীর নিরাপত্তার প্রয়োজন। কারণ তাঁকে খুনের চক্রান্ত হচ্ছে। তাঁর নিরাপত্তার দাবিতে রাজ্যপালের কাছে যাচ্ছেন শুভেন্দু অনুগামীদের একাংশ।

উল্লেখ্য, মন্ত্রিত্ব-সহ বেশ কয়কটি পদ ছাড়ার পর নিরাপত্তাও ছেড়েছেন নন্দীগ্রামের বিধায়ক। এবার সেই নিরাপত্তারই প্রয়োজন অনুভব করছেন তাঁর অনুগামীরা।

আরও পড়ুন-মৃত্যু নিয়ে রাজনীতি করছে BJP, নিজেদের শটগানেই মৃত্যু ব্যক্তির: সুব্রত মুখোপাধ্যায়

কনিষ্ক পণ্ডা জানান, শুভেন্দুর নিরাপত্তা নিয়ে আজ তাঁর অনুগামীরা এক কোর কমিটির বৈঠকে বসছেন। সেখানেই ঠিক হবে কবে রাজ্যপালের সময় চাওয়া হবে। শুভেন্দুকে সরকারি নিরাপত্তা দেওয়ার ব্যাপারে রাজ্যপালের কাছে আবেদন করা হবে।

.