মিথ্যা মামলা, পুলিস, দুধেল গাইদের আমি ভয় করি না: Suvendu

বিধিনিষেধ ভেঙে সোমবার তমলুকে ৫০ জনের বেশি অনুগামী নিয়ে সভা করায় শুভেন্দুর (Suvendu Adhikari) বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনের ধারায় মামলা দায়ের হয়েছে।

Updated By: Jul 20, 2021, 09:46 PM IST
মিথ্যা মামলা, পুলিস, দুধেল গাইদের আমি ভয় করি না: Suvendu

নিজস্ব প্রতিবেদন: একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিস। মিথ্যা মামলা বলে প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কথায়,'মামলা তো করবেই। পুলিসের কাজ মামলা করা।'

রাজ্যে রাজনৈতিক সভা-সমাবেশে বিধিনিষেধ জারি করেছে নবান্ন। বিধিনিষেধ ভেঙে সোমবার তমলুকে ৫০ জনের বেশি অনুগামী নিয়ে সভা করায় তাঁর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনের ধারায় মামলা দায়ের হয়েছে। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শাসক দলের বিক্ষোভ স্মরণ করিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, 'কোভিড বিধি ভেঙে পেট্রোল-ডিজেল নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে তৃণমূল। এক হাজারটা ভিডিয়ো ক্লিপ দেখিয়ে দেব। এসব দলদাস পুলিস। এসব করে কিছু করতে পারবে না।' তিনি আরও বলেন,'ছাত্র রাজনীতিতে আমার হাতে খড়ি। মিথ্যা মামলা, পুলিস, দুধেল গাইদের আমি ভয় করি না।'

সোমবার পুলিস সুপারের উদ্দেশে শুভেন্দু (Suvendu Adhikari) হুঁশিয়ারি দিয়েছিলেন,'এখানে একটা বাচ্চা ছেলে এসপি হয়ে এসেছে। তাঁকে ডেকে ডেকে কী বলছে সব আমি জানি। উনি কেন্দ্রীয় ক্যাডারের অফিসার। এমন কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগ বা বারামুলায় গিয়ে ডিউটি করতে হয়।' এ দিন তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিস। জেলা পুলিস সুপার অমরনাথ কে বলেন,'৫০ জনের বেশি লোককে আনায় বিপর্যয় মোকাবিলা আইনে মামলা হয়েছে। ভাষণে বলেছিলেন, ওঁর কাছে ফোন রেকর্ড আছে। সেটা থাকতে পারে না। তার ভিত্তিতে অফিসিয়াল সিক্রেটস আইনে ব্যবস্থা নিয়েছি। ভাষণে এক অফিসারকে ধর্মীয় উস্কানিমূলক কথা বলেছেন। সেজন্য ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।'        

আরও পড়ুন- 'আমার ফোনও বহুদিন ধরে ট্যাপ হচ্ছে,' সুদীপদের সতর্ক থাকার পরামর্শ Mamata-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.