হলদিয়ায় অনুগামীর বাড়িতে শুভেন্দু, জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কি অনুগামীদের সংগঠিত করার চেষ্টা করছেন?
নিজস্ব প্রতিবেদন: নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি এখনও। হলদিয়ায়(Haldia) বুধবার সকালে আচমকাই দেখা মিলল শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikary)। এক অনুগামীর বাড়িতে যান তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কি অনুগামীদের সংগঠিত করার চেষ্টা করছেন? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: 'পুরনো দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করো', দুর্গাপুরে তৃণমূল নেতা ও কাউন্সিলরদের বার্তা মমতার
হলদিয়া শহরের ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃণমূলকর্মী কঙ্কন ভুঁইয়া। অভিযোগ, ৭ ডিসেম্বরে শুভেন্দুর খালতালুকে হামলার মুখে পড়েন তাঁর অনুগামীরা। তাঁদের বাড়িতেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। সেই সময়ে ভাই-কে মার খেতে দেখে হৃদরোগে আক্রান্ত হন কঙ্কনের দিদি পারুল ভুঁইয়া প্রধান। শেষপর্যন্ত মারাও যান তিনি। বুধবার সকালে সমবেদনা জানাতে ওই তৃণমূলকর্মীর বাড়িতে যান শুভেন্দু।
আরও পড়ুন: ইস্তেহার ধরে ধরে হিসেব, কাল সরকারের ১০ বছরের কাজের রিপোর্ট কার্ড প্রকাশ তৃণমূলের
এদিকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)আসার খবর পেয়ে এলাকায় ভিড় জমান অন্যন্য তৃণমূল কর্মীরা। তাঁরা সকলেই শুভেন্দু অনুগামী বলে জানা গিয়েছে। কঙ্কন ভুঁইয়ার বাড়ি থেকে বেরিয়ে তাঁদের সঙ্গে একান্তে বৈঠকও করেন প্রাক্তন পরিবহণমন্ত্রী। উল্লেখ্য, খাতায়-কলমে এখনও তিনি নন্দীগ্রামের বিধায়ক। সরকারি পদ ও মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছে শুভেন্দু অধিকারী। তৃণমূলের তরফে তাঁর মানভঞ্জনের চেষ্টা করা হলেও,লাভ হয়নি। তাহলে আগামী দিনে কোন পথে হাঁটবেন শুভেন্দু? বিজেপির(BJP) দিকেই কি পাল্লা ভারী? তা নিয়ে জোর জল্পনা চলছে। এই পরিস্থিতিতে দলে যাঁরা শুভেন্দু অনুগামী হিসেবে পরিচিত, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে তৃণমূল নেতৃত্বও।