নিউটনের তৃতীয় ল কার্যকর হবে... রামনবমীতে আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে : Suvendu LIVE

শুভেন্দুর সঙ্গে একই গাড়িতে অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, সৌমিত্র খাঁ, শুভ্রাংশু রায়।

Updated By: Dec 29, 2020, 07:11 PM IST
নিউটনের তৃতীয় ল কার্যকর হবে... রামনবমীতে আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে : Suvendu LIVE

নিজস্ব প্রতিবেদন : নন্দীগ্রামের পর ব্যারাকপুরে। একইদিনে জোড়া রোড শো শুভেন্দু অধিকারীর। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে পাশে নিয়ে রোড শোয়ে সামিল হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

ওয়্যারলেস মোড় থেকে শুরু হয়েছে পদযাত্রা। ব্যারাকপুর থেকে খড়দা পর্যন্ত যাবে মিছিল। রোড শোয়ে প্রচুর বিজেপি কর্মী-সমর্থক ভিড় করেছেন। জমায়েত কর্মী-সমর্থকদের কেউ পতাকা নাড়াচ্ছেন। কেউ হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন শুভেন্দুকে। কেউ আবার খোল-করতাল বাজাচ্ছেন। 

রোড শোয়ে শুভেন্দুর সঙ্গে একই গাড়িতে অর্জুন সিংয়ের পাশাপাশি রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ সৌমিত্র খাঁ, শুভ্রাংশু রায় প্রমুখ। রোড শোয়ের জেরে বিটি রোড কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। রোড শোয়ের পর খড়দা থানার সামনে সভা করার কথা বিজেপি নেতৃত্বের।

LIVE UPDATE:

* মাননীয় ভাইপো, সুপ্রিম কোর্টের হলফনামাটা একটু পড়ুন না। কার ছবি কত টাকায় কেনা হয়েছে লেখা আছে তো! : শুভেন্দু

* ভাইপো বলছে, আমি তোলাবাজ। তাকে বলছি, এজেন্সি তো তদন্ত করছে, এজেন্সি কী বলে দেখুন না : শুভেন্দু

* এখনও তো বাসন্তী পুজোটা আসেনি, রামনবমী আসেনি। রামনবমীটা আসতে দিন। আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে। শুধু আমার বাড়ির লোক কেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফুটিয়ে আসব : শুভেন্দু অধিকারী

সৌগত রায়কে 'জ্যাঠামশাই' বলে কটাক্ষ।

* প্রশান্ত কিশোরকে 'কিশোর কুমার' বলে কটাক্ষ শুভেন্দুর।

অজয় ঠাকুর আপনার স্ত্রীয়ের কোম্পানি নিয়ে তো আয়কর টানাটানি করছে : শুভেন্দু অধিকারী

* মনোজ ভার্মা কত অত্যাচার করত আমি জানি। ২০১১-র আগে জঙ্গলমহলে মনোজ ভার্মা প্রবল অত্যাচার চালিয়েছেন : শুভেন্দু অধিকারী 

* তৃণমূল ক্ষমতায় আসার পর অত্যাচারীরা বড় পদ পেয়েছেন : শুভেন্দু অধিকারী

* পিসি-ভাইপোর সরকার আর ফিরছে না : শুভেন্দু অধিকারী

* তোলাবাজ ভাইপো হঠাও, মে মাসে বিজেপির সরকার: শুভেন্দু অধিকারী

* তৃণমূল আর পার্টি নেই। কোম্পানিতে পরিণত হয়েছে। আর আমরা ছিলাম কর্মচারী। কর্মচারী হতে পারব না : শুভেন্দু অধিকারী

মে মাসে বিজেপির সরকারে এলে ওই ক্যাসেটটা ব্যারাকপুর কমিশনারেটেই চালানো হবে : শুভেন্দু অধিকারী 

* সব হিসেব রেখে দিন, ক্ষমতায় আসলে নিউটনের তৃতীয় ল কার্যকর হবে : শুভেন্দু অধিকারী

* যাঁরা মার খেয়েছেন, তাঁদের বলছি ওই ক্যাসেটটা গুছিয়ে রাখতে : শুভেন্দু অধিকারী 

* সেদিন টার্গেট ছিলেন অর্জুন সিং, দাবাং নেতা অর্জুন সিং অনেক অত্যাচার সহ্য করেছেন : শুভেন্দু অধিকারী

* ব্যারাকপুর, খড়দার বাড়িতে কেউ ছিলেন না, সবাই পথে নেমে স্বাগত জানিয়েছেন : শুভেন্দু অধিকারী

* বিজেপি সোনার বাংলা গড়ার ডাক দিয়েছে। পরিবর্তনের আরেকটা পরিবর্তন মানুষ চায় : শুভেন্দু অধিকারী

* দিদির এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছে। ব্যারাকে যে সমস্ত কাপুরুষ পুলিস রয়েছে, যাঁরা মহিলাদের উপরে অত্যাচার করে, তাদের কাজে লাগিয়ে পেশিশক্তির জোরে উনি ক্ষমতায় রয়েছেন। দড়ি ধরে মারো টান, দিদি হবে খান খান। দিদি আপনি শান্তিনিকেতনে থাকুন। এই শান্তিনিকেতনের (অভিষেকের বাড়ি) ব্যবস্থা আমরা করব : বাবুল সুপ্রিয়।

ভাইপো কয়লা চোর। তৃণমূলকে বেশি দৌড়তে হবে না। গঙ্গায় ফেলে দেবে মানুষ : সৌমিত্র খাঁ

* খড়দা সভামঞ্চে শুভেন্দু অধিকারী। সঙ্গে অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, সৌমিত্র খাঁ। 

* ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুভেন্দু অধিকারীর রোড শো চলাকালীনই তৃণমূলের পাল্টা কর্মসূচির ঘোষণা জ্যোতিপ্রিয় মল্লিকের। ৩ জানুয়ারি টিটাগড় থানা থেকে ব্যারাকপুর থানা পর্যন্ত তৃণমূলের পাল্টা মিছিল ও সভা। থাকবেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক ও ব্রাত্য বসুরা। 

* সৌগত রায় বাণপ্রস্থে যাবেন না রাঁচিতে যাবেন, তা বাংলার মানুষ দেখবে : শীলভদ্র দত্ত

* সভা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টেয়। কিন্তু নন্দীগ্রাম থেকে ব্যারাকপুর পৌঁছতে সময় লাগার কারণে দেরি হয় মিছিল শুরু হতে।

* শুরু হল বিজেপির সভা। ভিড়ের চাপে ভাঙল ব্যারিকেড।

* মাইক্রোফোন হাতে নিহত মণীশ শুক্লার নামে স্লোগান তুললেন অর্জুন সিং।

* মণীশ শুক্লার বাবার হাত ধরে কপালে ছোঁয়ান শুভেন্দু অধিকারী ও সৌমিত্র খাঁ। প্রদীপ জ্বালালেন বাবুল। 

* প্রবল ভিড়ের চাপে ট্রাক থেকে নেতারা নামতে পারলেন না। ট্রাকে দাঁড়িয়েই প্রদীপ জ্বালালেন। ফুল দিলেন। 

* রোড শো থেকে মুহুর্মুহু স্লোগান ওঠে 'জয় শ্রী রাম'।

* নিহত মণীশ শুক্লাকে শ্রদ্ধা জানিয়ে তারপর আবার যাত্রা শুরু হবে।

* বিজেপি নেতা মণীশ শুক্লা যেখানে খুন হয়েছিলেন, সেখানে মিছিল থামল। 

* 'ঐতিহাসিক ভিড়!' ব্যারাকপুর শিল্পাঞ্চলের মিছিল নিয়ে দাবি বিজেপির। 

* খড়দা থানায় কতক্ষণে মিছিল পৌঁছবে তা নিয়ে ধন্দে বিজেপি নেতৃত্ব-ই।

* একটু একটু করে এগোচ্ছে মিছিল।

* মিছিলে এগোতে বাধা।

* টিটাগড়ে এখন মিছিল।

* বাইকে করে শুভেন্দুকে মিছিলে স্বাগত বাবুল-অর্জুনের।

আরও পড়ুন, "হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান, ধর্মের প্রতি আস্থা পালন করি", নন্দীগ্রাম থেকে বার্তা শুভেন্দুর

অভিষেকের সভায় 'দায়সারাভাবে হোয়াটসঅ্যাপে আমন্ত্রণ', ফের 'বেসুরো' দীপক হালদার

.