Diamond Harbour: বার্ষিক পরীক্ষায় কেন ফেল? শিক্ষককে বেধড়ক মার ছাত্রের!
আক্রান্ত শিক্ষককে উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত ছাত্রও।
নকিবুদ্দিন গাজি: বার্ষিক পরীক্ষার কেন ফেল? স্কুলের ইংরেজি শিক্ষককে বেধড়়ক মারধর করল ছাত্র! অভিযুক্তকে আটক করেছে পুলিস। ঘটনাস্থল, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম ইজাজ মোল্লা। ডায়মন্ড হারবার হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র সে। বার্ষিক পরীক্ষায় ফেল করেছে ইজাজ। আর তাতেই ঘটল বিপত্তি।
আরও পড়ুন: Online Fraud: অনলাইনে ২ হাজার টাকার শাড়ি কিনতে গিয়ে প্রায় ১ লক্ষ টাকা খোয়া গেল মহিলার!
কেন? অভিযোগ, এদিন স্কুলের গেটের বাইরে ইংরেজি শিক্ষকের উপর সদলবদলে চড়াও হয় ইজাজ। শুরু হয় বেধড়ক মারধর! শেষপর্যন্ত আক্রান্ত শিক্ষককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এমনকী, ওই ছাত্রকে ধরে ফেলেন তাঁরা। বাকি অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুন: Ek Takar Doctor Sushovan Banerjee: চলে গেলেন বীরভূমের 'এক টাকার ডাক্তার', শোকস্তব্ধ অনুব্রত
এর আগে, দক্ষিণ দিনাজপুরের ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়েও নিগৃহীত হন এক শিক্ষিকা। কেন? অভিযোগ, স্কুলে এক ছাত্রীকে শাসন করেছিলেন তিনি। সেকারণেই নাকি ওই শিক্ষিকার শাড়ি খুলে নেয় দুষ্কৃতীরা! তাও আবার স্কুলে ঢুকে! ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছিলেন প্রাক্তনীরা। নিন্দার ঝড় ওঠে সবমহলে।