জাঁকিয়ে ঠান্ডা, কলকাতায় আজ শীতলতম দিন
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। বোলপুরের সর্বনিম্ন তাপামাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস।
নিজস্ব প্রতিনিধি : আরও নামল পারদ। সকাল থেকেই কনকনে ঠান্ডা হাওয়ায় বেশ জবুথবু আম বাঙালি। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি কম। এখনও পর্যন্ত আজই মরসুমের শীতলতম দিন।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ আরও ০.৩ ডিগ্রি নেমেছে পারদ। শনিবার রাজ্যের শীতলতম স্থান ছিল বোলপুর। পারদ নেমেছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে। আজ বোলপুরেও আরও নেমেছে পারদ। তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম।
আরও পড়ুন, জুলাইতে বিএড, মায়ের কাছে শুধু চাকরির কথাই বলতেন উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর অনন্যা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিমী মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। পাশাপাশি সিকিমের উপর সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর পশ্চিমী ঝঞ্ঝার কোনও প্রভাব পড়ছে না। ফলে তাপমাত্রা আরও পড়বে, আরও জাঁকিয়ে পড়বে শীত।