শীতপ্রেমীদের জন্য সুখবর শোনাল হাওয়া অফিস

সপ্তাহ শেষে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। মঙ্গলবার এমনটাই পূর্বাভাস দিল হাওয়া অফিস।

Updated By: Feb 13, 2018, 06:26 PM IST
শীতপ্রেমীদের জন্য সুখবর শোনাল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন:  শীতপ্রেমীদের জন্য দারুণ খবর। আরও বেশ কয়েকদিন থাকবে শীতের আমেজ। নেপথ্যে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহ শেষে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। মঙ্গলবার এমনটাই পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আরও পড়ুন: আত্মসমর্পণকারী মাওবাদীরা বর্তমান পুলিসকর্তাদের কথা শুনে চলুক, পরামর্শ মমতার

হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বর্ধমানেও। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা থাকবে ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াস। তাই হালকা শীতেই গা ভাসিয়ে প্রেমের দিনে মজবে বাঙালি। 

.