টাকার অভাবে বন্ধ হয়েছিল কালী মন্দির নির্মাণের কাজ, টাকা দিলেন ফজিলা বেগম

টাকার অভাবে বন্ধ হয়ে গিয়েছিল রক্ষাকালী মন্দির নির্মানের কাজ।গলসিতে সেই মন্দির নির্মাণে ত্রিশ হাজার টাকা সাহায্য করে সম্প্রীতির নজির গড়লেন ফজিলা বেগম।

Updated By: Oct 5, 2020, 05:56 PM IST
টাকার অভাবে বন্ধ হয়েছিল কালী মন্দির নির্মাণের কাজ, টাকা দিলেন ফজিলা বেগম

নিজস্ব প্রতিবেদন: ধর্মকে হাতিয়ার করে যখন রাজনীতির আঙিনায় নানা বিতর্ক চলছেই। আর ঠিক তখনই মন্দির নির্মানে টাকা দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন গলসি ১ নম্বর পঞ্চায়েতের বাসিন্দা ফজিলা বেগম। সম্প্রীতির নিদর্শনের এক অনন্য নজির গড়লেন পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের রাইপুর গ্রামের বাসিন্দা ফজিলা বেগম।

টাকার অভাবে বন্ধ হয়ে গিয়েছিল রক্ষাকালী মন্দির নির্মানের কাজ।গলসিতে সেই মন্দির নির্মাণে ত্রিশ হাজার টাকা সাহায্য করে সম্প্রীতির নজির গড়লেন ফজিলা বেগম। গলসি ১ নম্বর ব্লকের রাইপুর গ্রামের বাসিন্দা ফজিলা বেগম।পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ।

এই প্রথম নয়, এর আগেও ফজিলা বেগম বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে এসেছেন। টাকা পয়সা ছাড়াও বিভিন্নভাবে গ্রামের মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। গ্রামবাসীদের দাবি,গলসি ১ পঞ্চায়েতে সব ধর্মের মেলবন্ধন তৈরি করে সম্প্রীতি রক্ষার পথ প্রদর্শক ফজিলা বেগম।

.