পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ সিআরপিএফ জওয়ানের শেষকৃত্য সম্পন্ন
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ সিআরপিএফ জওয়ান সঞ্জিতকুমার হরিজনের শেষকৃত্য সম্পন্ন হল আসানসোলের বাড়িতে।
নিজস্ব প্রতিবেদন: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ সিআরপিএফ জওয়ান সঞ্জিতকুমার হরিজনের শেষকৃত্য সম্পন্ন হল আসানসোলে। দুপুর সাড়ে ৩টে নাগাদ আসানসোলের বাড়িতে এসে পৌঁছয় কফিন। তাঁকে গান স্যালুট দেয় সিআরপিএফ ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট । উপস্থিত ছিলেন সিআরপিএফ দুর্গাপুর রেঞ্জের ডিআইজি বিনয় কুমার সিং , এডিসিপি সেন্ট্রাল ( আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ) , আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
আরও পড়ুন: প্রয়াত রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফি
মঙ্গলবার দুপুরে ছত্তিশগড়ে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন সঞ্জিতকুমার। সেই সময়ই মাটিতে বিছিয়ে রাখা মাওবাদীদের আইইডি তাঁর পায়ে লেগে যায়। বিস্ফোরণে গুরুতর জখম হন জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় রায়পুরে। চিকিত্সকদের শত চেষ্টা বিফলে যায়।
আরও পড়ুন: মাওবাদীদের আইইডি হামলায় শহিদ বাংলার সিআরপিএফ জওয়ান
হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সঞ্জিতকুমার। রাতেই খবর পৌঁছয় আসানসোলের কালিপাহারি ঘুষিক কোলিয়ারির বাড়িতে। রাতেই যেন গোটা পাড়া ভেঙে পড়েন সঞ্জিতকুমারের বাড়িতে। বাবা ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী । একমাত্র পুত্রসন্তানকে হারিয়ে শোকে পাথর মা। কিন্তু হার মানেননি বাবা রাম আয়ুধ। দেশের জন্য প্রয়োজনে নিজের নাতিদেরও সেনাবাহিনীতে পাঠাতে প্রস্তুত তিনি। বুধবার বিকালে আসানসোলের বাড়িতে পৌঁছবে সঞ্জিতকুমারের কফিনবন্দি দেহ।