নজরে পুরসভা ভোট, বিধানসভায় একসঙ্গে ৩টি বিল আনতে চলেছে সরকার

কলকাতা কর্পোরেশনের মতো রাজ্যের বাকি ৫ কর্পোরেশনে মেয়র সংক্রান্ত নিয়ম লাগু এবং সব কর্পোরেশনের প্রশাসক বসানোর ব্যাপারে তার মেয়াদ বৃদ্ধির প্রস্তাব থাকছে নতুন এই ৩ সংশোধনী বিলে।

Updated By: Jun 27, 2019, 04:38 PM IST
নজরে পুরসভা ভোট, বিধানসভায় একসঙ্গে ৩টি বিল আনতে চলেছে সরকার

নিজস্ব প্রতিবেদন:  চলতি বিধানসভা অধিবেশনে পুরনিগম নিয়ে ৩টি বিল আনতে চলেছে রাজ্য সরকার। এই তিনটি বিল হল...

 

কলকাতা পৌরসংস্থা সংশোধনী বিল- প্রশাসকের  মেয়াদ নিয়ে খুশি মতো প্রয়োজনে বৃদ্ধি করতে পারবে সরকার।

জিডি বিড়লার কৃতী ছাত্রী কৃত্তিকা পালের বাবা-মাকেও নোটিশ পাঠাল আদালত

পশ্চিমবঙ্গ পুরনিগম সংশোধনী বিল- ভোটে  না জিতলেও কাউকে মেয়র করা যাবে  কিন্তু তাঁকে দায়িত্ব নেওয়ার পর  ৬  মাসের মধ্যে জিতে জনপ্রতিনিধি হতে হবে। প্রশাসকের মেয়াদ বাড়ানো যাবে

হাওড়া পুরনিগম সংশোধনী বিল- প্রশাসকের মেয়াদ বাড়ানো যাবে

অর্থাৎ  কলকাতা কর্পোরেশনের মতো রাজ্যের বাকি ৫ কর্পোরেশনে মেয়র সংক্রান্ত নিয়ম লাগু এবং সব কর্পোরেশনের প্রশাসক বসানোর ব্যাপারে তার মেয়াদ বৃদ্ধির প্রস্তাব থাকছে নতুন এই ৩ সংশোধনী বিলে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী সমস্ত পুরসভার ভোট একসঙ্গে করাতে চান। মেয়াদ শেষ হওয়ায় এখন ১৭টি পুরসভায় প্রশাসক রয়েছে। প্রশাসকদের মেয়াদ আরও বাড়াতেই বিল আনছে সরকার।

 

.