২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৪৯ জন, এই নিয়ে রাজ্যে সুস্থ হয়েছেন মোট ২,৩০৬
১ লা জুন রাত ৮ টা অবধি পাওয়া কোভিড আপডেট জেনে নিন
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের শিকার ২৭১। এই নিয়ে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা হল ৫,৭৭২। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৫৩। তবে একই সঙ্গে সুস্থ হয়েছেন অনেকেই। ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৪৯ জন। এই নিয়ে রাজ্যে সুস্থ হয়েছেন ২,৩০৬। রাজ্যে সুস্থতার হার ৩৯.৯৫ শতাংশ।
১ লা জুন রাত ৮ টা অবধি পাওয়া কোভিড আপডেট
নতুন পজিটিভ কেস - ২৭১ (গতকাল ছিল ৩৭১)
মোট অ্যাক্টিভ কেস - ৩,১৪১
মোট টেস্ট হয়েছে - ২.১৩ লক্ষ
গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে - ৯,৪৮০ (ঘূর্ণিঝড় আমপান এর প্রভাব সত্ত্বেও দৈনিক টেস্টের সংখ্যা সর্বোচ্চ)
মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার - ২.৭১% (তিন সপ্তাহ আগে যা ছিল ৪.৪৭%)
প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে - ২,৩৬৯ (তিন সপ্তাহ আগে যা ছিল ৪৮২)
কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা - ২৫৩ (গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮)
কোমরবিডিটি-র কারণে মৃত্যু - ৭২
মোট ছাড়া পেয়েছেন - ২,৩০৬ (গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন ১৪৯ জন, ছাড়া পাওয়ার হার - ৩৯.৯৫%, এখনও পর্যন্ত সবচেয়ে ভাল)
উল্লেখ্য, লকডাউন ফাইভের শুরুতেই বড়সড় ধাক্কা। আনলকের প্রথম ধাপেই বাড়ল বিপদ। বিশ্ব কোভিড লিস্টে একদিনে নবম থেকে সপ্তম স্থানে উঠে এল ভারত। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২৩০ জনের মৃত্যু হল দেশে। এই নিয়ে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৫৩৯৪ জন। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৩৯২ জন করোনা আক্রান্ত চিহ্নিত হয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লক্ষ ৯০ হাজার। বেড়েছে সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৮৩৫ জন। এই নিয়ে ৯১,৮১৯ জন সুস্থ হলেন। অর্থাত্ দেশে সুস্থতার হার ৪৮.১৯ শতাংশ।