Katwa: জ্বরে কাঁপছে রোগী, দেখা নেই ডাক্তারের! ভুল চিকিৎসা কাড়ল প্রাণ...
Katwa: পরিবারের অভিযোগ তারপর থেকে একবার মাত্র ডাক্তার দেখে গিয়েছেন রোগীকে। বুধবার বিকেলে নার্স এসে রোগীকে একটি ইনজেকশন দেয় এবং সেখান থেকেই তার শরীরে শুরু হয় এলার্জির সমস্যা।
সন্দীপ ঘোষ চৌধুরী: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। কাটোয়া মহকুমা হাসপাতালের ঘটনা। কাটোয়া থানার অন্তর্গত অগ্রদ্বীপের বাসিন্দা দীপ্তি ঘোষকে (১৭) গত কাল অর্থাৎ ৩ তারিখ ভোর বেলা গায়ে জ্বর, বুকে ব্যথা ও মাথায় যন্ত্রণার উপসর্গ নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকেরা।
আরও পড়ুন: Baruipur: ফের বারুইপুর, নেশামুক্তি কেন্দ্রে জানলায় বেঁধে নগ্ন করে নাবালককে মারধর!
পরিবারের অভিযোগ তারপর থেকে একবার মাত্র ডাক্তার দেখে গিয়েছেন রোগীকে। বুধবার বিকেলে নার্স এসে রোগীকে একটি ইনজেকশন দেয় এবং সেখান থেকেই তার শরীরে শুরু হয় এলার্জির সমস্যা। পরিবারের অভিযোগ ইনজেকশন দেওয়ার পর থেকেই গা হাত পা ঠাণ্ডা হতে থাকে রোগীর।
কিন্তু বারবার ডাকা সত্ত্বেও নার্স কিংবা ডাক্তারের দেখা মেলেনি কারোরই। রোগীর পরিবার যখন রেফার করার কথা বলেন তখনও রাতে ডাক্তারবাবু এসে দেখার পরেও কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনটাই জানান মৃতার দাদা। পাশের বেডে ভর্তি থাকা এক রোগী বলেন, 'দুইজন পেসেন্টকে ইনজেকশন দেওয়ার পরই তাদের শরীরে রিয়াকশন শুরু হয় একজনের পরিবার তাকে নার্সদের কাছে নিয়ে গেলে তার ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু এই পেশেন্টির ক্ষেত্রে সেই ব্যবস্থা নেওয়া না হওয়ায় পরে পেশেন্টটি মারা যায়।'
ব্যবহৃত ইনজেকশনের এম্পিউল গুলিও এখন আর পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পরিবারের। কাটোয়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডাক্তার সুশান্ত বরণ দত্ত বলেন, 'একটা অভিযোগ এসেছে যে সমস্ত স্টাফদের নাম আছে তাদের বিরুদ্ধে তদন্ত করবো এবং যদি কেউ দোষী প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।' এই ঘটনায় কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ও কাটোয়া থানায় লিখিত অভিযোগ জানায় রোগীর পরিবার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)