স্কুল যাওয়ার পথে হামলার শিকার কিশোরী, ১২ দিনের লড়াইয়ের পর মৃত্যু

ছাত্রীর নাক-মুখ ক্ষতবিক্ষত করে দেয় অভিযুক্ত।

Updated By: Jan 19, 2020, 02:01 PM IST
স্কুল যাওয়ার পথে হামলার শিকার কিশোরী, ১২ দিনের লড়াইয়ের পর মৃত্যু

নিজস্ব প্রতিবেদন : স্কুলে যাওয়ার পথে সপ্তম শ্রেণির ছাত্রীটির উপর চড়াও হয়েছিল এক অজ্ঞাতপরিচয় যুবক। ১২ দিনের কঠিন যুদ্ধের পর শেষপর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ল ওই ছাত্রী। এদিন এসএসকেএমৃএ মৃত্যু হয় ওই ছাত্রীর।

অভিযোগ, ৭ জানুয়ারি বাড়ি থেকে বেরিয়ে স্কুল যাচ্ছিল সে। সেইসময় স্কুলে যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় এক যুবক তাঁর উপর হামলা করে।  ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় ওই কিশোরী। ওই ছাত্রীর নাক-মুখ ক্ষতবিক্ষত করে দেয় অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় ওই কিশোরীকে। তারপর থেকে আইসিইউ-তেই ভর্তি ছিল ওই কিশোরী। এদিন ভোরে ট্রমা কেয়ার ওয়ার্ডে মৃত্যু হয় তার।

আরও পড়ুন, গঙ্গাবক্ষে সাঁতার কেটে CAA-র প্রতিবাদ জানালেন সাঁতারু

এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা কিশোরীর পরিবার। ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে নবম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে সোনারপুর থানার পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তবে কে এই ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে এখনও ধন্দে পুলিস। কোনও প্রত্যক্ষদর্শী না থাকায় অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে পুলিশ। পরিবার সামগ্রিক ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানিয়েছে।

.