রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ, হেল্পলাইন নম্বর স্মরণ করাল স্বাস্থ্য দফতর

সেখানে করোনা সংক্রান্ত যে কোনও ওষুধ, রাতবিরেতে অ্যাম্বুল্যান্স পাওয়া, সরকারি হাসপাতালে রোগী ভরতির ক্ষেত্রে সমস্যা হলে এই নম্বরে ফোন করে জানানো যাবে।

Updated By: Apr 22, 2021, 08:14 PM IST
রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ, হেল্পলাইন নম্বর স্মরণ করাল স্বাস্থ্য দফতর

নিজস্ব প্রতিবেদন:  গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাতেও করোনা ঊর্ধ্বগতি রোখা যাচ্ছে না। প্রতিদিন প্রায় ১০ হাজার ছুঁই ছুঁই মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। মৃত্যুও হচ্ছে গড়ে ৩৫-৪০ জন করে। এই পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্স টেলিমেডিসিনের জন্য গত বছরের মতো হেল্প লাইন নম্বরকে পুনরায় মনে করিয়ে দিল রাজ্য সরকার।

গত বছর নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী  মাল্টিপারপাস একটি কোভিড হেল্পলাইন নম্বর চালু করে ছিলেন। এখনও সেই নম্বর বহাল আছে তা হল - 1800313444222। 

সপ্তাহে ৭দিনই ২৪ ঘণ্টা খোলা থাকছে এই হেল্পলাইন। সেখানে করোনা সংক্রান্ত যে কোনও ওষুধ, রাতবিরেতে অ্যাম্বুল্যান্স পাওয়া, সরকারি হাসপাতালে রোগী ভরতির ক্ষেত্রে সমস্যা হলে এই নম্বরে ফোন করে জানানো যাবে। যে কোনও সময়ই মানুষ ফোন করে এই নম্বর থেকে সাহায্য পাবেন।

বাকি নম্বর গুলি হলঃ- 

.