টাকা চেয়েও মেলেনি, সুপারি কিলার দিয়ে শ্বশুর-শাশুড়িকে খুন করাল জামাই
১৬ সেপ্টেম্বর হাবড়ার টুনিঘাটা মণ্ডল পাড়ায় খুন হন রামকৃষ্ণ মণ্ডল ও লিলারানী মণ্ডল। এই ঘটনায় স্থানীয় এক যুবককে জেরা করে পুলিস জানতে পারে খুনের ঘটনায় জড়িত খোদ জামাই।
নিজস্ব প্রতিবেদন: বাজারে ১০ লক্ষ টাকা দেনা। শ্বশুর টাকা দিতে রাজি না হওয়াতেই রাগ চেপেছিল। সুপারি কিলার দিয়ে শ্বশুর-শাশুড়িকে খুন করায় সে। হাবড়ায় জোড়া খুনে চাঞ্চল্যকর স্বীকারোক্তি গুণধর জামাইয়ের।
১৬ সেপ্টেম্বর হাবড়ার টুনিঘাটা মণ্ডল পাড়ায় খুন হন রামকৃষ্ণ মণ্ডল ও লিলারানী মণ্ডল। এই ঘটনায় স্থানীয় এক যুবককে জেরা করে পুলিস জানতে পারে খুনের ঘটনায় জড়িত খোদ জামাই। জামাই বান্টি সাধুখাঁকে জেরা করে উঠে আসে ভয়াবহ তথ্য।
আরও পড়ুন: কোভিড রিপোর্ট নেই! মৃতদেহ নিয়ে কলকাতায় ফেঁসে তামিলনাড়ুর পরিবার
জামাই বান্টির বাজারে ১০ লক্ষ টাকা দেনা ছিল। টাকা শোধে শ্বশুরের দ্বারস্থ হয় বান্টি। শ্বশুর টাকা দিতে রাজি না হওয়ায় খুনের ছক করে বান্টি। সুপারি কিলার দিয়ে খুন করা হয় ব্যক্তিকে। ইতিমধ্যেই জামাই বান্টি সাধুখাঁ ও সুপারি কিলার অজয় দাসকে গ্রেফতার করেছে পুলিস।