বছর ঘুরেও চাকরি মেলেনি, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে জমায়েত SSC-র প্রার্থীদের

২০১৯-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস দেওয়ায় অনশন তুলে নেন চাকরিপ্রার্থীরা।

Updated By: Jan 21, 2021, 01:50 PM IST
বছর ঘুরেও চাকরি মেলেনি, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে জমায়েত SSC-র প্রার্থীদের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এসএসসি যুব ছাত্রদের জমায়েত। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। অভিযোগ কর্মশিক্ষা ও শারীরশিক্ষার প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। যোগ্যতা সত্বেও মেলেনি চাকরি। আজ বৃহস্পতিবার চাকরির দাবিতে প্রায় ১৭০০ জন চাকরি প্রার্থী জমায়েত করেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে।

আরও পড়ুন:  শিক্ষা নেয়নি ধূপগুড়ি, ফের পাথর বোঝাই লরি উল্টে দুর্ঘটনা

২০১৯-এ (২৭ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ) লোকসভা নির্বাচনের আগে মেয়ো রোডে কলকাতা প্রেস ক্লাবের সামনে অনশন করেছিলেন পরীক্ষায় উর্ত্তীণ ও মেধাতালিকায় অর্ন্তভুক্তরা। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস দেওয়ায় অনশন তুলে নেন চাকরিপ্রার্থীরা। কিন্তু আজও চাকরি হয়নি বলে অভিযোগ। আজ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে জমায়েত করেছেন এই চাকরি প্রার্থীরা। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় বিশাল পুলিসবাহিনী। তাঁদের সরিয়ে দেওয়া হয়। 

.