ধৈর্যচ্যুত হইনি, কিছুটা হলেও মানুষের পাশ থেকে সরে গেছে দল, ফেসবুকে সরব Rajib

ফেসবুক লাইভে কী বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়? 

Updated By: Jan 16, 2021, 04:08 PM IST
ধৈর্যচ্যুত হইনি, কিছুটা হলেও মানুষের পাশ থেকে সরে গেছে দল, ফেসবুকে সরব Rajib

নিজস্ব প্রতিবেদন: রাজীব বন্দ্যোপাধ্যায়  (Rajib Banerjee) কী করবেন? শনিবাসরীয় ফেসবুক লাইভে তার ইঙ্গিত দিলেন তৃণমূল নেতা। কোনও স্পষ্ট কথা না বললেও বেশ তাৎপর্যপূর্ণ কথা বলেছেন রাজীব। দলের বিরুদ্ধেও উষ্মা গোপন করেননি। ফেসবুক লাইভে কী বললেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)? 

  • আমি এখনও ধৈর্য ধরে আছি। ধৈর্যচ্যুত হইনি।
  • আমার পদের মোহ নেই, মানুষের জন্য কাজ করতে চাই। 
  • স্বামীজির মতাদর্শেই আগামী দিনে যুবসমাজ উদ্বুদ্ধ হচ্ছে।
  • যখনই দেখি যুবকরা চাকরি, পড়াশোনার জন্য হন্যে হয়ে ঘুরছেন, তখন আমার খারাপ লাগে। তাঁদের পাশে দাঁড়ানো উচিত। যখন এখানে চাকরি না পেয়ে তাঁরা বাইরে চলে যান, তখন কষ্ট হয়।
  • নিজস্ব উদ্যোগে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে ট্রেনিং সেন্টার তৈরি করেছি। প্রচুর মানুষ সাহায্য করেছেন।
  • উন্নয়নের কর্মী হিসাবে কাজ করতে চাই। এমন উন্নয়ন হোক যাতে কোথাও ফাঁক না থাকে।
  • যুব সমাজকে বলব লক্ষ্যভ্রষ্ট হবেন না।
  • আমার ধ্যান-জ্ঞান সবই মানুষের জন্য। মানুষের স্বার্থে কাজ করতে চাই। 
  • ভালভাবে কাজ করতে গেলে কিছু নেতারা ইচ্ছাকৃতভাবে বাধা দেন। 
  • কাজ হয়নি বলেই সোশ্যাল মিডিয়ায় বলতে হচ্ছে। 
  • ভাল কাজ করতে গেলেই বাধাপ্রাপ্ত হচ্ছি। 
  • খানিকটা হলেও সাধারণ মানুষের পাশ থেকে সরে গিয়েছে দল। 
  • ভুল স্বীকার না করলে মানুষের পাশে থাকা যায় না।  
.