দুধ গরম করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ঝলসে গেলেন একই পরিবারের ৩জন

রহিমার শরীরের প্রায় ৯০ভাগ পুড়ে গিয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিস। এলাকায় শোকের ছায়া।

Updated By: Aug 6, 2019, 09:41 AM IST
দুধ গরম করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ঝলসে গেলেন একই পরিবারের ৩জন

নিজস্ব প্রতিবেদন: বাচ্চার জন্য দুধ গরম করতে গিয়ে বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। গুরুতর আহত একই পরিবারের ৩জন। তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের পূর্ব হাতামারি গ্রামে। প্রত্যেকেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন।

 

মঙ্গলবার সকালে পূর্ব হাতামারি গ্রামের বাসিন্দা রহিমা মোল্লা দুধ গরম করতে রান্নাঘরে যান। সিলিন্ডারের নব খুলতেই আচমকা গ্যাস বেরোতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই সিলিন্ডার ফেটে আগুন ধরে যায় রান্নাঘরে। বিকট শব্দে ছুটে আসেন প্রতিবেশীরা। ততক্ষণে রহিমাকে বাঁচাতে পরিবারের অপর দুই সদস্য মহসিন মোল্লা ও সাজাদ মোল্লাও আগুনে ঝলসে গিয়েছেন।

৪ দিন আগে ব্যাঙ্কে যাওয়ার নাম করে বেরোয় কিশোরী, তারপরই...

স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রহিমার শরীরের প্রায় ৯০ভাগ পুড়ে গিয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিস। এলাকায় শোকের ছায়া।

.