সন্ধ্যায় বেড়াতে যেতে বাধা, অভিমানে কেরোসিন তেল খেল তিন ছাত্রী

 স্থানীয় দ্বারিকানাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই তিন ছাত্রী বুধবার সন্ধ্যার মুখে বাড়ির ছাদে  বসে গল্প করছিল। তারপরই তাদের বেরাতে যাওয়ার ইচ্ছা হয়। 

Updated By: Dec 20, 2018, 11:05 AM IST
সন্ধ্যায় বেড়াতে যেতে বাধা, অভিমানে কেরোসিন তেল খেল তিন ছাত্রী

 নিজস্ব প্রতিবেদন: সন্ধ্যায় বন্ধুরা মিলে বেড়াতে যেতে চেয়েছিল, কিন্তু মা বাধা দিয়েছিলেন।  বেশি জেদ করার এক ছাত্রীর অভিভাবক তাঁর মেয়েকে চড় মেরেছিলেন। অভিমানে কেরোসিন তেল খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা নবম শ্রেণির তিন ছাত্রীর। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বাবলা পঞ্চায়েতের দক্ষিণপাড়া এলাকায়।

আরও পড়ুন: টিকিয়াপাড়া অস্ত্র কারাখানা ছিল আদতে ‘ওয়ার্কশপ’, তদন্তে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

 স্থানীয় দ্বারিকানাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই তিন ছাত্রী বুধবার সন্ধ্যার মুখে বাড়ির ছাদে  বসে গল্প করছিল। তারপরই তাদের বেরাতে যাওয়ার ইচ্ছা হয়। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় অভিভাবকরা তাদের পড়তে বসতে বলেন। এক ছাত্রী  কিছুতেই কথা না শোনায়, তার অভিভাবক তাকে চড় মারেন।

আরও পড়ুন: দিনহাটায় স্কুলে ঢুকে শিক্ষকদের গুলি

এরপরই তিন ছাত্রী একসঙ্গে ঘরে চলে যায়। ঘরের কোণে রাখা কেরোসিন তেল খেয়ে তিন জনই আত্মহত্যার চেষ্টা করে।  দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ থাকায় অভিভাবকরা দরজা ভেঙে ঢুকে ঢেকেন, অসুস্থ হয়ে তিন জনই পড়ে রয়েছে মাটিতে। স্থানীয়দের তত্পরতায় তাদের উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিন জনই হাসপাতালে চিকিত্সাধীন। তবে আশঙ্কা কেটে গিয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন।

.