কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গ ও মেঘালয়ের ওপর দুটি ঘূর্ণাবর্তের অবস্থানের প্রভাবেই এই ঝড়বৃষ্টি চলছে।
নিজস্ব প্রতিবেদন : পূর্বাভাস ছিল আগে থেকেই। আর সেই অনুসারে সকাল থেকেই মুখ ভার আকাশের। ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি দুর্গাপুরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবার ফের ঝড়বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী কয়েক ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে হাওয়া অফিস। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনায়।
আরও পড়ুন- বৃহস্পতিবারের পর শুক্রবারও ধেয়ে আসছে কালবৈশাখী, কোথায় কোথায় কখন শুরু হবে দুর্যোগ?
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গ ও মেঘালয়ের ওপর দুটি ঘূর্ণাবর্তের অবস্থানের প্রভাবেই এই ঝড়বৃষ্টি চলছে। শনিবারও সেই একই প্রভাবে হতে পারে ঝড়বৃষ্টি। কলকাতায় দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হতে পারে। ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতার তাপমাত্রা কিছুটা কমেছে।