Kultali: সকালে ফের গর্জন; ৫ দিন পরও অধরা রয়্য়াল বেঙ্গল, ভয়ে কাঁটা কুলতলি
বন দফতর সূত্রে খবর, বাঘটিকে ঘুমপাড়ানি গুলি করে অজ্ঞান করার সময় সেটি হিংস্র হয়ে উঠতে পারে
নিজস্ব প্রতিবেদন: টানা ৫ দিন ধরে রুদ্ধশ্বাস টেনশন। কুলতলিতে এখনও অধরা রয়্যাল বেঙ্গল টাইগার। ডোংরাজোড়ায় আজ সকালেই ফের ডাক দিয়ে আতঙ্ক ছড়িয়েছে ওই রয়্য়াল বেঙ্গল। গ্রামবাসীদের উত্সাহ থেকে বাঁচাতে এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করছে বনদফতর। সবমিলিয়ে ভয়ে কাঁটা গ্রামবাসীরা।
এদিকে, বন দফতর সূত্রে খবর, বাঘ ধরতে পাতা জাল ছোঁড়ার চেষ্টা করেছে রয়্যাল বেঙ্গল। বাঘ ধরতে গ্রামবাসীদের সরিয়ে দেওয়া হয়েছে। ঘুমপাড়ানি বন্দুক নিয়ে তৈরি বনকর্মীরা। একটি জায়গায় বাঘটি আটকে রয়েছে বলে চিহ্নিত করতে পেরেছে বান কর্মীরা। সেই জায়গাটি ঘিরে রাখা হয়েছে। বাঘটিকে বের করে আনতে ফাটানো হচ্ছে চকলেট বোমা।
আরও পড়ুন- একই জায়গায় একই কায়দায় জোড়া খুন! পানিহাটি হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
এদিকে, বন দফতর সূত্রে খবর, বাঘটিকে ঘুমপাড়ানি গুলি করে অজ্ঞান করার সময় সেটি হিংস্র হয়ে উঠতে পারে। ফলে সেটি ধেয়ে যেতে পারে ডোংরাজোড়ার পাশের গ্রামে। সেকথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বনদফতর। ওই এলাকায় গ্রামবাসী বা সাংবাদমাধ্যম কাউকেই যেতে দেওয়া হচ্ছে না।
বাঘটিকে ধরার জন্য একাধিক দল গঠন করেছে বন দফতর। গাছে মাচা তৈরি করে সেখানে বন্দুক নিয়ে অপেক্ষা করছেন বনকর্মীরা। পরিকল্পনা হল চকলেট বোমা ফাটিয়ে বাঘটিকে বের করে আনা হবে। গোপন আস্তানা থেকে বের হলেই তাকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে অজ্ঞান করা হবে। এখন গুলি লাগলেও দশ থেকে পনেরো মিনিট জালের মধ্য তাণ্ডব চালাতে পারে বাঘটি। সেই সময়ে সেটি জাল ছিঁড়ে গ্রামের দিকে ছুটে আসতে পারে। একথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবল্থা নিয়ে বন দফতর।