চা-চক্রে হামলা, 'পুলিসের সামনেই' মারধরে আশঙ্কাজনক ১ BJP কর্মী

মারধরের চোটে গুরুতরভাবে আহত হন বিজেপি কর্মীরা। রক্তবমি করতে শুরু করেন তাঁরা।

Updated By: Feb 20, 2021, 11:58 AM IST
চা-চক্রে হামলা, 'পুলিসের সামনেই' মারধরে আশঙ্কাজনক ১ BJP কর্মী
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : বিজেপির চা-চক্রে হামলার অভিযোগ উঠল শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, পুলিসের সামনেই মারধর করা হয় বিজেপি কর্মীদের। মারধরের চোটে এক বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিত্সাধীন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে।

উত্তর দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছোট ফিঙে এলাকায় আজ সকালে ভারতীয় জনতা পার্টির একটি চা চক্রের আয়োজন করেছিল। অভিযোগ, সেখানেই শাসকদল তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডাবাহিনী বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। পুলিসের সামনেই মারধর করে বিজেপি কর্মীদের। মারধরের চোটে গুরুতরভাবে আহত হন বিজেপি কর্মীরা। রক্তবমি করতে শুরু করেন তাঁরা। বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন প্রত্যেকেই। 

এখন আহতদের মধ্যে এক বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। নাম ফিরোজ আলি। ঘোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হামলার ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা সুরজ আলির দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় নিমতা থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। পাশাপাশি, নিমতা এমবি রোডও অবরোধ করেছে বিজেপি। থানার সামনে গন্ডগোল হচ্ছে। (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি।)

আরও পড়ুন, লক্ষ্য স্বচ্ছ ও অবাধ নির্বাচন, রাজ্যে আজই মোতায়েন ১২ কোম্পানি আধাসেনা

Tags:
.