তৃণমূল-বিজেপি সংঘর্ষ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির

তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হুগলির পুরশুড়া।

Updated By: Nov 30, 2017, 09:21 PM IST
তৃণমূল-বিজেপি সংঘর্ষ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিবেদন: তৃণমূল-বিজেপির সংঘর্ষে বোমাবাজি, পাথরবৃষ্টি কোচবিহারর ধলুয়াবাড়িতে। ধুন্ধুমার হুগলির পুরশুড়াতেও। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। 

বিজেপি কর্মীদের ডেপুটেশন ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হুগলির পুরশুড়া। বিজেপির দাবি, পুলিসের সামনেই  যুব তৃণমূল কর্মীরা রীতিমতো লাঠি সোটা নিয়ে তাদের ওপর চড়াও হয়। ঘটনায় জখম হন ৩ বিজেপি কর্মী। পুলিস গিয়ে আহত এক নেতাকে উদ্ধার করে। নামানো হয় র‍্যাফ।  তৃণমূল অবশ্য বিজেপির সব অভিযোগ অস্বীকার করেছে। 

আরও পড়ুন- মানচিত্র বিভ্রাটে কেঁচো খুঁড়তে কেউটে, পর্ষদ ও তৃণমূলের যোগ?

ডেপুটেশন দেওয়া ঘিরে তৃণমূল বিজেপির দফায় দফায় সংঘর্ষ কোচবিহারের ধলুয়া বাড়ি। তৃণমূলের মিছিল আর বিজেপি কর্মীরা মুখোমুখি পড়ে যেতেই শুরু হয় ধুন্ধমার। চলে বোমাবাজি, পাথর বৃষ্টি। বিজেপির বিক্ষোভে দফতরে আটকে পড়েন BDO-সহ কর্মীরা। অন্যদিকে পথ অবরোধ করে তৃণমূল। পুলিস, র‍্যাফ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 

 

.