Nadia News: তৃণমূল নেতার বাড়িতে ঢুকে ৩ জনকে গুলি, নিহত বুথ সভাপতির ভাইপো
Nadia News: এদিকে, ঘটনাটিকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ তৃণমূল ব্লক সভাপতি ও এলাকার নেতৃত্ব। তাদের দাবি, যারা আহত তারা তৃণমূল করেন। কিন্তু ঘটনার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কোনও সম্পর্ক নেই। এর পেছনে কারও ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে।
অনুপ দাস: গোষ্ঠীদ্বন্দ্বের জের? তৃণমূল নেতার বাড়িতে বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। চলল গুলি, এলোপাথাড়ি কোপানো হল তৃণমূল নেতা, তার ছেলে ও ভাইপোকে। কোনওক্রমে নেতা ও তার ছেলে রক্ষা পেলেও প্রাণ হারালেন নেতার ভাইপো। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়।
আরও পড়ুন- 'উনি মিষ্টি বানাতে জানেন; পা ভেঙে ভোটে জিততে জানেন, ইতিহাসে অমর হয়ে থাকবেন মুখ্যমন্ত্রী'
বুধবার সাতসকালে নাকাশিপাড়ার ধাপারিয়া গ্রামে তৃণমূল বুথ সভাপতি মোহতালি দফাদারের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘরে ঢুকে বেপরোয়া গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। সামনে যাকে পায় তাকেই ধারাল অস্ত্রের কোপ দিতে থাকে। আহতদের তড়িঘড়ি নাকাশিপাড়া হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। মোহাতালি ও তাঁর ছেলে রক্ষা পেলেও বাঁচানো যায়নি মোহাতালির ভাইপো মাতিয়াজুল দফাদারকে। বুথ সভাপতি মোহতালি ছেলে সানাজ্জি দফাদারের চিকিত্সা চলছে। তবে আহতদের কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
হাসপাতালে আহতরা বলেন, তারা তৃণমূল করেন। অন্যদিকে যারা হামালা চালিয়েছে তারাও তৃণমূলের সমর্থক। পঞ্চায়েত ভোটের সময় আমরা নাকি কংগ্রেসকে ভোট দিয়েছি। কংগ্রেসকে উস্কেছি। তাদের জেতাতে সাহায্য করেছি।
এদিকে, ঘটনাটিকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ তৃণমূল ব্লক সভাপতি ও এলাকার নেতৃত্ব। তাদের দাবি, যারা আহত তারা তৃণমূল করেন। কিন্তু ঘটনার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কোনও সম্পর্ক নেই। এর পেছনে কারও ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে।
মোহতালি দফাদার বলেন, যারা হামলা চালিয়েছে তারা দলে উত্শৃঙ্খল অংশ। মোহাতালির স্ত্রী বলেন, ওরা যে গুলি চালিয়ে দেবে তা বুঝতে পারিনি। পরপর তিনজনকে গুলি করল। আমার স্বামী,ছেলে ও দেওরের ছেলেকে গুলি করে। তারপর অস্ত্রের কোপ দেওয়া হয়। পার্টির ঝামেলায় ওরা এসে গুলি চালিয়েছে। যারা গুলি করেছে তারও তৃণমূল পার্টি করে। ওদের বক্তব্য, আমরা নাকি কংগ্রেসের লোকদের উস্কে দিয়েছি।