Haroa Assembly By Election:হাড়োয়ায় বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রবিউল, কে তিনি?

Haroa Assembly By Election: চব্বিশের লোকসভা ভোটে বসিরহাট থেকে সাংসদ নির্বাচিত হন হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম। হাড়োয়া বিধানসভা কেন্দ্রে এবার উপনির্বাচন হবে। কবে? ১৩ নভেম্বর।   

Updated By: Oct 20, 2024, 07:22 PM IST
Haroa Assembly By Election:হাড়োয়ায় বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রবিউল, কে তিনি?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যবধান ২৪ ঘণ্টা। বিজেপির পর এবার রাজ্যের ৬ আসনে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূলও। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হলেন সদ্য় প্রয়াত তৃণমূল সাংসদ হাজি নরুল ইসলামের ছেলে শেখ রবিউল ইসলাম।

আরও পড়ুন:  Bypoll Election: আরজি কর কাণ্ডের প্রভাব কি পড়তে চলেছে উপ-নির্বাচনে? বঞ্চনার পোস্টারে অস্বস্তিতে তৃণমূল...

রাজ্যে তখন ক্ষমতায় বামেরা। ২০০৯ সালে লোকসভা ভোটে প্রথমবার বসিরহাট কেন্দ্রটি দখলে আসে তৃণমূলের। সাংসদ নির্বাচিত হন হাজি নরুল ইসলাম। এরপর ২০১৪ সালেও জেতেন তিনি। ২০১৯ সালে অবশ্য টিকিট পাননি বসিরহাটের বিদায়ী সাংসদ। সেবার তৃণমূল প্রার্থী ছিলেন নুসরত জাহান। ভোটে জিতেওছিলেন তিনি। 

এদিকে ২০১৬ ও ২০২১ সালে বিধানসভা ভোটে হাড়োয়া কেন্দ্রে হাজি নুরুলকে প্রার্থী করে তৃণমূল। পরপর দু'বার বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর চব্বিশে লোকসভা ভোটে ফের বসিরহাট থেকে সাংসদ হন নুরুল। ফলে হাড়োয়া বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায়। সম্প্রতি প্রয়াত হয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। হাড়োয়া কেন্দ্রে উপনির্বাচনে এবার তৃণমূলের বাজি হাজি নুরুলের মেজ ছেলে শেখ রবিউল ইসলাম। 

রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর রবিউল অবশ্য রাজনীতিতে অবশ্য তেমন অভিজ্ঞ নন। বেশ কয়েক বছর বারাসত ইভনিং কলেজে ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের যুগ্ম সম্পাদকের দায়িত্ব সামলেছেন। শেষ পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিটে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য হন রবিউল। ৪১ নম্বর আসনে জেতেন ১৫ হাজারেরও বেশি ভোটে।

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন রবিউল। তিনি বলেন, 'হাজি নুরুলের পরিবারের প্রতি  যে আস্থা দেখিয়েছেন, তারজন্য় কৃতজ্ঞতা জানাই। এখানে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমি সবাইকে নিয়ে চলব। আমাদের যেটা মূল মন্ত্র উন্নয়ন, সেটাই এগিয়ে নিয়ে যাব। আর হাজি নূরুলের অসমাপ্ত কাজ পূর্ণ করব'।

আরও পড়ুন:  Cyclone Dana: আমফানের মতোই সাইক্লোন 'ডানা'-র প্রভাব পড়বে বাংলায়! কবে-কোথায় ল্যান্ডফল?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.