নিজস্ব প্রতিবেদন: শনিবার থেকে চারটি বিধানসভা উপনির্বাচনের (By Election 2021) প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রথমেই দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় প্রচারে গেলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভোটপ্রচারে কার্যত বিজেপিকে (BJP) তুলোধনা করলেন তিনি। সাফ জানালেন, গোসাবায় প্রার্থী সুব্রত মণ্ডল নন, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, বিজেপিকে একমাত্র রুখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেস। বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, "আজকের তারিখ লিখে রাখুন। আগামী তিন মাসের মধ্যে গোয়ায় সরকার গড়বে তৃণমূল। আগামী দেড় বছরে ত্রিপুরাতে তৃণমূলের সরকার হবে। বিপ্লব দেবের যত ক্ষমতা রয়েছে কাজে লাগাক। ত্রিপুরায় ঢুকব, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি ও আদর্শকে সামনে রেখে লড়ব। ত্রিপুরাতেও তৃণমূল কংগ্রেসের সরকার হবে। বিজেপির (BJP) ক্ষমতা থাকলে আটকে দেখাক।"


আরও পড়ুন: 'চুলের মুঠি ধরে রোহিঙ্গাদের ওপারে পাঠাতে হবে', বিতর্কিত মন্তব্য Suvendu-র


আরও পড়ুন: Fuel Price Hike: মহার্ঘ্য জ্বালানি! এবার রাজ্যে সেঞ্চুরি হাঁকাল ডিজেল


কয়লাকাণ্ডে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল ইতি। সেই প্রসঙ্গ টেনেও সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিযোগ করেন, দেশের অন্যান্য দলগুলোকে ইডি, সিবিআই দেখিয়ে চমকে রেখেছে বিজেপি। হুঙ্কারের সুরে বলেন, " আমাকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। কী করেছে? আমাকে যদি ৫ হাজার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে, যদি গলাটা কেটেও দেয়, তাও জয় বাংলা এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বের হবে।"   


গোসাবা উপনির্বাচনে তৃণমূল সুব্রত মণ্ডলকে প্রার্থী করলেন, সেখানে আসল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারের সভামঞ্চ থেকে এও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, "আগে বলেছিলাম বহিরাগতদের দিন বিদায় বাংলা নিজের মেয়েকে চায়। এবার বলছি বহিরাগতদের দিন বিদায় গোসাবা নিজের ছেলেকে চায়। ভূমিপুত্র সুব্রত মণ্ডলকে জেতান। চারটি বিধানসভার উপনির্বাচনের মধ্যে গোসাবা থেকে সুব্রত মণ্ডলকে সর্বোচ্চ ভোটে জেতান। প্রতি বুথ, প্রতি অঞ্চল থেকে জেতাতে হবে। প্রার্থী সুব্রত মণ্ডল নন, প্রার্থী মমতা বন্দ্য়োপাধ্যায়।"


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)