Suvendu Adhikari: "কাঁথিতে ঢুকলে সিআরপিএফ-এর সামনেই মারব", শুভেন্দুকে তৃণমূল নেতার 'হুমকি'
প্রদীপ গায়েন অভিযোগ করেছেন, "কয়েকজন বিচারপতিকে টাকা দিয়ে কিনে রেখেছেন শুভেন্দু অধিকারী"। বিরোধী দলনেতার কথায় প্রধানমন্ত্রী বাংলার বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দিয়েছে। তৃণমূল নেতার এহেন হুমকিতে স্বভাবতই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।
কিরণকুমার মান্না: "কাঁথিতে ঢুকলে সিআরপিএফ-এর সামনেই মারব" কাঁথিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) 'হুমকি'। যিনি এ কথা বলছেন তিনি, কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা প্রদীপ গায়েন।
রবিবার সকালে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন এই তৃণমূল নেতা। সেখানে তিনি বলেন, "আমাদের ভদ্রতা, সৌজন্যতা দুর্বলতা ভাবলে শুভেন্দু অধিকারী ভুল করবেন। কাল চাইলে কাঁথিতে আপনাকে ঢুকতে দিতাম না। দম থাকলে, CRPF ছেড়ে ১৫ মিনিটের জন্য কাঁথি শহরে বেরিয়ে আসুন। কত বড় বাপের ব্যাটা দেখব। এইটুকু বললাম, এরপর মাত্রা ছাড়ালে CRPF-এর সামনেই মারব। নরেন্দ্র মোদী, অমিত শাহের ক্ষমতা থাকলে তোমাকে বাঁচিয়ে দেখাক।"
তৃণমূল নেতার এহেন হুমকিতে স্বভাবতই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। একই সঙ্গে প্রদীপ গায়েন অভিযোগ করেছেন, "কয়েকজন বিচারপতিকে টাকা দিয়ে কিনে রেখেছেন শুভেন্দু অধিকারী।" বিরোধী দলনেতার কথায় প্রধানমন্ত্রী বাংলার বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।