TMC: পুরুলিয়ায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই ৮ সদস্যের
ঘাসফুল শিবিরে 'বিদ্রোহ'!
নিজস্ব প্রতিবেদন: ঘাসফুল শিবিরে 'বিদ্রোহ'! তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধের অনাস্থা আনলেন দলেরই ৮ সদস্য। পুরুলিয়ায় বিপাকে রাজ্যের শাসকদল।
জানা গিয়েছে, পুরুলিয়ার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের বেড়ো গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির। ১১ আসনের এই পঞ্চায়েতে ৭ টিতেই জিতেছিলেন গেরুয়াশিবিরের প্রার্থীরা। ৩ আসন পেয়েছিল তৃণমূল। ১টি আসনে জয়ী হন নির্দল প্রার্থী। এরপর নির্দল-সহ বিজেপি সদস্যরা দলবদল করেন। তৃণমূলে যোগ দেন তাঁরা।
আরও পড়ুন: Jalpaiguri: INTTUC নেতাকে প্রাণনাশের 'হুমকি', অভিযুক্ত দলেরই অপর নেতার অনুগামীরা
বেড়ো গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা দখল তৃণমূল। প্রধান হন বিজেপি থেকে আসা পূর্ণিমা কৈবর্ত। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন উপ-প্রধান-সহ পঞ্চায়েত ৮ সদস্য। কেন? পঞ্চায়েত পরিচালনার ব্যর্থতা, অনিয়মিত উপস্থিতি-সহ একাধিক অভিযোগ ওঠেছে প্রধানের বিরুদ্ধে।
আরও পড়ুন: Amdanga: জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ, তুঙ্গে উত্তেজনা