অবরোধ তুলতে গিয়ে আন্দোলনকারীদের মারধরের অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে

ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার-শাস্তির দাবিতে বিক্ষোভ। সেখানে অবরোধ তুলতে গিয়ে আন্দোলনকারীদের মারধরের অভিযোগ উঠল দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে আজ কোচবিহারের এসপি অফিসের সামনে জমায়েত-বিক্ষোভের ডাক আক্রান্তদের।

Updated By: May 13, 2017, 12:50 PM IST
অবরোধ তুলতে গিয়ে আন্দোলনকারীদের মারধরের অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে

ওয়েব ডেস্ক : ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার-শাস্তির দাবিতে বিক্ষোভ। সেখানে অবরোধ তুলতে গিয়ে আন্দোলনকারীদের মারধরের অভিযোগ উঠল দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে আজ কোচবিহারের এসপি অফিসের সামনে জমায়েত-বিক্ষোভের ডাক আক্রান্তদের।

আট বছরের এক শিশুর ধর্ষণকারীকে গ্রেফতারের দাবিতে গতকাল দিনহাটা স্টেশন পাড়াতে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন এবং ব্লাড ডোনার অর্গানাইজেশন নামে এক সংস্থার সদস্যরা। অবরোধ তুলতে সেখানে যান দিনহাটার বিধায়ক। কিন্তু অভিযোগ, আন্দোলনকারীদের সেখানে ব্যাপাক ধাক্কাধাক্কি করে, মেরে সরিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা চরমে। যদিও বিধায়কের দাবি, কারোর গায়ে হাত তোলেননি তিনি। শুধুমাত্র অবরোধ তুলতেই গিয়েছিলেন।

আরও পড়ুন, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জমি জবরদখলে সাহায্য করার অভিযোগ

.