Sayani Ghosh: নিশানায় আরাবুল? 'গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও' , শওকতের মঞ্চে স্লোগান সায়নীর!

 Sayani Ghosh: শওকত বনাম আবাবুল। গত কয়েক দিন ধরেই ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। বস্তুত,  জেল মুক্তির পর সরাসরি শওকাত মোল্লাকে হার্মাদ বলে কটাক্ষ করেছেন আরাবুল ইসলাম। এরপর আজ, রবিবার ভাঙড়ের  বিজয়গঞ্জ বাজারে তৃণমূলের কর্মীসভার হল শওকতের ডাকে। উপস্থিত ছিলেন এলাকার ৫ বিধায়ক ও ১ সাংসদ।  

Updated By: Sep 29, 2024, 11:06 PM IST
 Sayani Ghosh: নিশানায় আরাবুল? 'গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও' , শওকতের মঞ্চে স্লোগান সায়নীর!

প্রসেনজিত্‍ সরদার: নিশানায় কি আরাবুল ইসলাম?  শওকত মোল্লার পাশে দাঁড়িয়ে 'গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও' স্লোগান দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। বললেন, 'ISF,সিপিএম পরে, আগে দলের গদ্দারকে চিহ্নিত করতে হবে'।

আরও পড়ুন:  Anubrata Mandal: শক্তিগড়ে শুধুই শসা-মুড়ি খেলেন অনুব্রত, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত নিয়ে মুখ খুললেন কেষ্ট

ঘটনাটি ঠিক কী? শওকত বনাম আবাবুল। গত কয়েক দিন ধরেই ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। বস্তুত,  জেল মুক্তির পর সরাসরি শওকাত মোল্লাকে হার্মাদ বলে কটাক্ষ করেছেন আরাবুল ইসলাম। এরপর আজ, রবিবার ভাঙড়ের  বিজয়গঞ্জ বাজারে তৃণমূলের কর্মীসভার হল শওকতের ডাকে। উপস্থিত ছিলেন এলাকার ৫ বিধায়ক ও ১ সাংসদ।

ভাঙড় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এবছর লোকসভা নির্বাচনে যাদবপুরের সাংসদ নির্বাচিত হয়েছেন সায়নী। এদিন ভাঙড়ে কর্মিসভায় তিনি বলেন, 'যাঁরা নির্বাচনের সময়ে দলেরই পিঠে ছুরি মেরেছে, তাঁদেরকে শনাক্ত করুন। যাঁরা শওকত মোল্লা সামনে বলেছে, দাদার তোমার সাথে আছি। চলে যাওয়ার পরে বসেছে, কে শওকত মোল্লা? চিনি না। আমি এখনকার বড় নেতা। তাঁদেরকে আগে শনাক্ত করুন'। এরপরই স্লোগান,  'গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও'।

আরও পড়ুন:  Belgharia | Kamarhati: ভরা রাস্তায় দিদিকে কটূক্তি, প্রতিবাদ করায় বোনের সাথে ভয়ংকর কাণ্ড দুই যুবকের...

পাঁচ মাস পরে সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। গত শুক্রবার ভাঙড়ের ভোজেরহাট এলাকায় তাঁর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত লালুবাবু মোল্লার অফিসে ভাঙচুর করা হয়। এরপরেই আরাবুলের অভিযোগ ছিল, শওকত মোল্লার নির্দেশেই এই ঘটনা ঘটানো হয়েছে। তাঁর এই মন্তব্যের পর ভাঙড় রাজনীতিতে আলোড়ন পড়ে যায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.