কাটমানি খেয়েছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান, অফিসে আটকে টানা বিক্ষোভ যুব তৃণমূলের

যুব তৃণমূলের নেতাদের বক্তব্য,  ‘সুপার ভাইজাররা প্রধানের সঙ্গে মিলে কাজ না করেই রাস্তার টাকা আত্মসাৎ করে

Updated By: Jul 26, 2019, 07:57 AM IST
কাটমানি খেয়েছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান, অফিসে আটকে টানা বিক্ষোভ যুব তৃণমূলের

নিজস্ব প্রতিবেদন: বিজেপি নয়, কাটমানি ফেরতের দাবিতে আন্দোলনে এবার তৃণমূল। তুলকালাম মাল ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত।

আরও পড়ুন-আরাবুলের জগ ছোড়া থেকে অধ্যাপক নিগ্রহ- পরিবর্তনের পর শিক্ষক নিগ্রহের ৯ কাহন

বৃহস্পতিবার বিকেলে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানকে তালাবন্দি করে রাখল যুব তৃণমূল সদস্যরা। এনিয়ে এলাকা ও দলে চাঞ্চল্য ছাড়িয়ে পড়ে। তবে আন্দোলনকারীদের বুঝিয়ে প্রধানকে তালামুক্ত করে পুলিস।

উল্লেখ্য, এলাকার দুটি জায়গায় রাস্তার কোনও কাজ না করে তা আত্মসাত্ করার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধান মোতালেব হোসেনের বিরুদ্ধে। সেই টাকা ফেরতের দাবিতে প্রধানকে তার অফিস ঘরের মধ্যে ঢুকিয়ে তালাবন্ধ করে দেওয়া হয়। বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন যুব তৃণমূলের সদস্যরা। খবর পেয়ে পঞ্চায়েতে ছুটে আসে ক্রান্তি থানার পুলিস।

আরও পড়ুন-লোকসভায় ভোটাভুটিতে পাশ তিন তালাক বিল, বিরোধিতায় ওয়াকআউট তৃণমূলের

যুব তৃণমূলের নেতাদের বক্তব্য,  ‘সুপার ভাইজাররা প্রধানের সঙ্গে মিলে কাজ না করেই রাস্তার টাকা আত্মসাৎ করে। এই কারনেই সেই কাটমানি ফেরতের দাবিতে আমরা প্রধানকে তালাবন্দী করে রেখেছিলাম।’

এদিকে, পঞ্চায়েত প্রধান মোতালেব হোসেন বলেন, সম্পুর্ন মিথ্যে অভিযোগ এনে আমাকে হেনস্তা করা হয়েছে। চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

.