তৃণমূল সদস্যের বাড়িতে হামলায় অগ্নিগর্ভ বীরভূমের সোঁতসাল
ওয়েব ডেস্ক : দিনেদুপুরে বোমা হাতে দাপাদাপি। গাড়ি ভাঙচুর, মারধর। পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যের বাড়িতে হামলা। অগ্নিগর্ভ মহম্মদবাজারের সোঁতসাল। গুরুতর জখম ৫ জন। অভিযোগ, খুনের মামলায় সাক্ষী হওয়ায় সবক শেখাতেই হামলা।
বুধবার সকালে তৃণমূল সদস্য মহম্মদ আব্বাসউদ্দিনের বাড়ি চড়াও হয় একদল দুষ্কৃতী। চলে ভাঙচুর। বাড়ি লক্ষ করে উড়ে আসতে থাকে একের পর এক বোমা। তাণ্ডবের হাত থেকে বাদ যায়নি বাড়ির সামনে দাঁড়ানো গাড়িও। গুরুতর আহত হয় ৫ জন। ২০১৫ -র জুলাই মাসে সোঁতসালে খুন হয় নয়ন শেখ। খুনের অভিযোগ ওঠে শেখ রহমান, শেখ রবিউল ও শেখ টিশনের বিরুদ্ধে।
গ্রেফতার হলেও, এখন জামিনে মুক্ত অভিযুক্তরা। নয়ন খুনের মামলায় দোষীদের বিপক্ষে সাক্ষ্য দেন মহম্মদ আব্বাসউদ্দিন। অভিযোগ সেই রাগেই তাঁর বাড়িতে হামলা চালায় অভিযুক্তদের শাগরেদরা। বোমাবাজির জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিস ও রাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।