কাটমানির অভিযোগে তৃণমূলি বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল তৃণমূলই

এদিন তৃণমূলের স্থানীয় প্রতিনিধিরা চিকেন প্রসেসিং সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলতে গেলে তাদের অপমান করে বাইরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরই সেন্টারের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় তৃণমূল কর্মীরা। 

Updated By: Jul 6, 2019, 08:41 PM IST
কাটমানির অভিযোগে তৃণমূলি বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল তৃণমূলই

নিজস্ব প্রতিবেদন: কাটমানি নেওয়ার অভিযোগে এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরাই। ঘটনা শিলিগুড়ি লাগোয়া ফাঁসিদেওয়ার। 

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের হাতিরামজোতের তৃণমূল কর্মীদের অভিযোগ, স্থানীয় চিকেন প্রসেসিং সেন্টারে নিয়োগের জন্য কাটমানি নিয়েছেন বিধায়ক অনন্ত দেব অধিকারী। এই অভিযোগে যুব তৃণমূল কর্মীরা চিকেন প্রসেসিং সেন্টারের গেটে তালা ঝুলিয়ে শনিবার স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী কাটমানি নিয়ে বাইরে থেকে লোক এনে তাদের এই চিকেন প্রসেসিং সেন্টারে চাকরির বন্দোবস্ত করে দিয়েছেন। অথচ চাকরি পাননি স্থানীয় কোনও যুবক। 

গাঁজা-সহ গ্রেফতার অভিনেতা ধী, ৫,০০০ টাকার বন্ডে জামিনও পেলেন আদালত থেকে

এদিন তৃণমূলের স্থানীয় প্রতিনিধিরা চিকেন প্রসেসিং সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলতে গেলে তাদের অপমান করে বাইরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরই সেন্টারের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় তৃণমূল কর্মীরা। 
বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি বেগতিক দেখে চিকেন প্রসেসিং সেন্টারের চেয়ারম্যান অনন্তদেব অধিকারী আন্দোলনকারীদের সাথে কথা বলতে আসেন। 

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার বিশাল পুলিশবাহিনী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনান্তদেব অধিকারী বলেন, দিল্লি থেকে ইঞ্জিনিয়ার এসেছেন। তাঁর সঙ্গে  বৈঠক চলছিল। সেই সময় অচমাই দশ কুড়িজন বিক্ষোভকারী বিনা অনুমতিতে কেন্দ্রের ভিতরে ঢুকে পড়ে। 

টাকা নিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন এই অভিযোগ উড়িয়ে তিনি বলেন, যারা অভিযোগ করছেন তারা প্রমান দিতে পারবে কি? 

Tags:
.