মধ্যমগ্রামে দুষ্কৃতী হামলায় গুলিবিদ্ধ তৃণমূল যুব নেতা!

বোমার আঘাতে আহত হয়েছেন দীপক বোস নামে আর এক তৃণমূল কর্মী।

Updated By: Sep 9, 2019, 11:32 PM IST
মধ্যমগ্রামে দুষ্কৃতী হামলায় গুলিবিদ্ধ তৃণমূল যুব নেতা!

নিজস্ব প্রতিবেদন: মধ্যমগ্রামে তৃণমূল পার্টি অফিসে গুলি, বোমা বাজি। কদমতলা বাজার এলাকায় তৃণমূলের পার্টি অফিসে দুষ্কৃতী হামলায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা বিনোদ সিং। আহত আরও একজন। রাখাল নন্দী নামে দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগের তির। হামলার তদন্তে মধ্যমগ্রাম থানা।

মধ্যমগ্রাম ৮ নম্বর ওয়ার্ডের কদমতলা বাজারে তৃণমূল কার্যালয়ে হামলা চালানো হয়। তৃণমূল কার্যালয় লক্ষ্য করে গুলি, বোমাবাজি চলে। পার্টি অফিসে বসে থাকা তৃণমূল যুব নেতা বিনোদ সিং গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় মধ্যমগ্রাম তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক বিনোদ সিংকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতায় এসএসকেএম হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়।  বোমার আঘাতে আহত হয়েছেন দীপক বোস নামে আর এক তৃণমূল কর্মী। রাখাল নন্দী নামে এক দুষ্কৃতী এই হামলা করেছে বলে অভিযোগ উঠছে।

আরও পড়ুন - দলীয় কার্যালয়ে ঢুকে গুলি দুষ্কৃতীদের, মুর্শিদাবাদে তৃণমূল নেতা খুন

.