Nandigram: নন্দীগ্রামে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব', মারপিট-হাতাহাতির অভিযোগ
এলাকায় তীব্র উত্তেজনা
নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের (TMC) 'গোষ্ঠীকোন্দল' চরমে। ব্লক সভাপতি এবং সহ-সভাপতির গোষ্ঠীর মধ্য়ে হাতাহাতি, লাঠালাঠির অভিযোগ। আহত বেশ কয়েকজন। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় তীব্র উত্তেডজনা।
জানা গিয়েছে, নন্দীগ্রাম ২ ব্লকের সভাপতি মহাদেব বাগ। মঙ্গলবার আমদাবাদ অঞ্চলের টাকাপুরাতে নিজের অনুগামীদের নিয়ে একটি সভা করছিলেন। হঠাৎ সেখানে উপস্থিত হন নন্দীগ্রামের আমদাবাদ অঞ্চলের সহ-সভাপতি অরুণাভ ভুঁইয়া। প্রায় শতাধিক তৃণমূল কর্মী নিয়ে সেখানে যান তিনি। সভাপতিকে প্রশ্ন করেন, "কেন আমাদের ডাকা হয়নি?"
অভিযোগ, এই নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেখান থেকে হাতাহাতি। সেই হাতাহাতি লাঠালাঠিতে পরিণত হয়। গোটা এলাকায় ধুন্ধুমার কাণ্ড বাঁধে। ঘটনাস্থলে বিশাল পুলিস যায়। মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সূত্রের খবর। তিনজনকে রেয়াপাড়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।